পূর্ব রেলের হাওড়া বিভাগের সাউথ পোস্টের রেল সুরক্ষা বাহিনী (RPF) রবিবার, এক বড়সড় মানব পাচারের চেষ্টা ভণ্ডুল করল। হাওড়া স্টেশনের ২২ নম্বর প্ল্যাটফর্ম থেকে ১৮ জন নাবালক শিশুকে উদ্ধার করা হয়, যার মধ্যে ৭ জন মেয়ে ও ১১ জন ছেলে রয়েছে।
রেলওয়ে নেটওয়ার্কের মাধ্যমে মানব পাচার প্রতিরোধ ও সনাক্তকরণের লক্ষ্যে দেশজুড়ে চালু হওয়া “অপারেশন AAHT” (Action Against Human Trafficking)-এর অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়। আরপিএফ কর্মীরা প্ল্যাটফর্মে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে একজনকে আটক করে। জিজ্ঞাসাবাদে ধৃত স্বীকার করে, শিশুদের তামিলনাড়ুর কন্যাকুমারীতে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল, যেখানে তাদের শিশুশ্রমে লাগানোর অভিযোগ রয়েছে।
উদ্ধার হওয়া নাবালকরা ও অভিযুক্তকে রেল পুলিশের (GRPS)-এর হাতে তুলে দেওয়া হয়। ভারতীয় ন্যায় সংহিতা (BNS) ২০২৩-এর ১৪৩(৫) ধারায় মামলা রুজু করা হয়েছে।
পূর্ব রেলওয়ের এক কর্মকর্তা জানান, রেলওয়ে সুরক্ষা বাহিনী পাচারের সম্ভাব্য লক্ষণ শনাক্ত করতে এবং দ্রুত ব্যবস্থা নিতে সর্বদা সজাগ থাকে। বিশেষ করে নারী ও শিশুদের সুরক্ষায় আরপিএফ অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে।
তিনি আরও জানান, স্টেশন, ট্রেন ও আশপাশের এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে, যাতে মানব পাচারকারীরা রেলপথকে অবৈধ কাজে ব্যবহার করতে না পারে। আরপিএফের এই তৎপরতায় বহু শিশু নতুন করে জীবনের সুযোগ পেল।