সোমবার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে মসজিদের ইমাম ও মোয়াজ্জেমদের মাসিক ভাতা ৫০০ টাকা করে বাড়ানোর কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে জানিয়ে দিলেন, মন্দিরের পুরোহিতদের ভাতাও মাসে ৫০০ টাকা করে বাড়বে। সেখানেই আসন্ন লোকসভা ভোট নিয়ে একাধিক কথা বললেন। তিনি ইমাম ও মোয়াজ্জেনদের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে সতর্ক করলেন। সেইসঙ্গে লোকসভা ভোটের আগে বিভিন্ন বিষয়ে নজর রাখতে বললেন।
মুখ্যমন্ত্রী বলেন, 'কেউ যদি হিন্দু সেজে দাঙ্গা তৈরি করতে চায়, সেদিকে নজর রাখবেন। হিন্দু-মুসলিমরা দাঙ্গা করে না। কেউ যদি গেরুয়া উড়িয়ে দিয়ে দাঙ্গা করতে চায়। সংখ্যালঘু ভাইবোনেরা তাড়াতাড়ি উত্তেজিত হয়ে যায়। আরে বোকামো করো না, ওটাই তো ওদের টার্গেট। তারপরই তো কেউ কেউ গান গাইবে, সংখ্যালঘুরা টেররিস্ট। এনআইএ দিয়ে জেলে পাঠিয়ে দেবে।'
মমতার কথায়, হিন্দুরাও দাঙ্গা করে না, মুসলমানেরাও দাঙ্গা করে না। দাঙ্গা বাঁধায় রাজনৈতিক দল। সোজসাপটা ভাষায় বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, “গেরুয়াধারীদের তো ওটাই টার্গেট। ওরা তো চায় সংখ্যালঘুদের টেররিস্ট বানাতে। এনআইএ দিয়ে দেবে। বাংলায় আমি সেটা বরদাস্ত করব না বলে আমার নামে কুৎসা করেছে, অপপ্রচার করেছে। রমজান মাসে আমার ছবি নিয়ে অনেক ব্যঙ্গ করেছে। বিজেপির লোকেরা তো আমার নামটাই পাল্টে দিয়েছিল।“
সর্বভারতীয়স্তরে বিজেপিকে ঠেকাতে ২৬টি দল মিলে গড়েছে ইন্ডিয়া জোট। দেশের থেকে বিজেপিকে হঠাতে তিনি যে বদ্ধ পরিকর এদিন সেকথা ফের স্পষ্ট করেছেন তৃণমূল নেত্রী। মুখ্যমন্ত্রী মমতার কথায়, 'এখন বিজেপি সিপিএম কংগ্রেস এক আছে বাংলায়। অল ইন্ডিয়া লেভেলে আমি ইন্ডিয়ার সঙ্গে আছি। অ্যাবসোলিউটিল। মোদীজি আর ৬ মাস থাকবে ভারতে। তারপর আর মোদীজি আর থাকবে না। মোদীজিকে হারাতে আমি যা করার করব। কিন্তু ওদের টার্গেট আমি। ওরা চায় বাংলায় ভোটটা ভাগ করিয়ে দিয়ে এখানে আসন বাড়িয়ে নেওয়া।'