Mamata Banerjee: 'বাংলায় নাকি আইনশৃঙ্খলা পরিস্থিতি নেই,' নাম না-করে জবাব মমতার

গত শুক্রবার সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে তীব্র আক্রমণের মুখে পড়ে ইডি। প্রচুর লোক ইডি-র গাড়ি ভাঙচুর করে। ইটের আঘাতে ইডি-র দুই অফিসারের মাথা ফাটিয়ে দেয় উন্মত্ত জনতা। রাজ্য সরকারকে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, 'সরকারের দায়িত্ব এই ধরনের হিংসা রোখা। সরকারকে বাস্তব পরিস্থিতির দিকে নজর দিতে হবে। না হলে ফল ভোগার জন্য প্রস্তুত থাকতে হবে।'

Advertisement
'বাংলায় নাকি আইনশৃঙ্খলা পরিস্থিতি নেই,' নাম না-করে জবাব মমতার Mamata Banerjee

সন্দেশখালিতে ইডি অফিসারদের হামলার ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলার তীব্র সমালোচনা করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এমনকী পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ও। এবার কারও নাম না-করে আইনশৃঙ্খলা ইস্যুতে জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, 'বাংলার বদনাম করলে আমার খুব গায়ে লাগে।'

আজ অর্থাত্‍ সোমবার ধনধান্য সভাঘরে সরকারি অনুষ্ঠানে আইনশৃঙ্খলা ইস্যুতে কারও নাম না করে মুখ্যমন্ত্রী বলেন, 'আমাকে কেউ গালাগালি করলে আপত্তি নেই। তা করতেই পারেন। কিন্তু বাংলার বদনাম করলে আমার খুব গায়ে লাগে। বাংলাকে বদনাম করবেন না। অনেকে বলছেন, বাংলায় নাকি আইনশৃ়ঙ্খলা পরিস্থিতি নেই। তাই যদি হবে তাহলে শ্রীরামপুর থানা কেন দেশের সেরা তিনটি থানার মধ্যে একটি হল। কেন কেন্দ্রীয় সরকারের রিপোর্টেই বলা হচ্ছে, কলকাতা সবচেয়ে নিরাপদ শহর।'

বস্তুত, গত শুক্রবার সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে তীব্র আক্রমণের মুখে পড়ে ইডি। প্রচুর লোক ইডি-র গাড়ি ভাঙচুর করে। ইটের আঘাতে ইডি-র দুই অফিসারের মাথা ফাটিয়ে দেয় উন্মত্ত জনতা। ঘটনার পরেই হাইকোর্টের বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় আদালতের বাইরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, 'বাংলায় আদৌ আইনশৃঙ্খলা রয়েছে বলে আপনারা মনে করেন?' 

রাজ্য সরকারকে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, 'সরকারের দায়িত্ব এই ধরনের হিংসা রোখা। সরকারকে বাস্তব পরিস্থিতির দিকে নজর দিতে হবে। না হলে ফল ভোগার জন্য প্রস্তুত থাকতে হবে।'

এ ব্যাপারে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, 'শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে লাভ নেই। শ্রীরামপুর দেশের সেরা থানা হয়েছে, তা ভাল কথা। কিন্তু রাজ্যে যে আইনের শাসন নেই, চোর ডাকাতে ভরে গেছে তা বাস্তব। শুধু মুখের কথায় সেই ধারণা বদলানো যাবে না।'

POST A COMMENT
Advertisement