scorecardresearch
 

Kalipujo-Diwali Weather: কালীপুজোয় বৃষ্টি এই জেলাগুলিতে, ভাইফোঁটায় কেমন থাকবে আবহাওয়া? লেটেস্ট আপডেট

ঘূর্ণিঝড় দানার প্রভাব কাটার পর মোটের উপর শুকনো রয়েছে বাংলার আকাশ। হাওয়া অফিস বলছে, আগামী কয়েকদিনও একই ছবি দেখা যাবে বাংলার আকাশে। তবে বৃষ্টি যে একেবারেই হবে না এমনটা নয়। কালী পুজোর সময়ে অল্প হলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisement
 ভূত চতুর্দশী-কালীপুজোয় বৃষ্টি ভূত চতুর্দশী-কালীপুজোয় বৃষ্টি

ঘূর্ণিঝড় দানার প্রভাব কাটার পর মোটের উপর শুকনো রয়েছে বাংলার আকাশ। হাওয়া অফিস বলছে, আগামী কয়েকদিনও একই ছবি দেখা যাবে বাংলার আকাশে। তবে বৃষ্টি যে একেবারেই হবে না এমনটা নয়। কালী পুজোর সময়ে অল্প হলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায়  বেশ কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস।  দক্ষিণবঙ্গের পাশাপাশি আগামী ৪৮ ঘণ্টায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে হালকা বৃষ্টি সম্ভাবনা থাকছে। 

 কালীপুজোয় বৃষ্টি
বেশ কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালীপুজোর দিন। তবে সেই বৃষ্টি ক্ষণিকের। অল্প সময়ের জন্য বৃষ্টি হতে পারে কলকাতা-সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়াতে। কালীপুজোতে উত্তরবঙ্গের উপরের পাঁচজেলাতেও একই ছবি দেখা যাবে। তবে কোথাও সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।

আরও পড়ুন

 ভূত চতুর্দশীর আবহাওয়া
হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, বুধবার ভূত চতুর্দশীর দিন দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলা শুষ্ক থাকবে। তবে উত্তর ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও জেলার সব জায়গায় বৃষ্টি হবে না। দু’-এক জায়গাতেই হতে পারে বৃষ্টি। উত্তরবঙ্গের আট জেলাতেই ভূত চতুর্দশীর দিন হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জেলার কিছু অংশে হতে পারে সেই বৃষ্টি। সর্বত্র হবে না। তবে কোথাও সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।

ভাইফোঁটার আবহাওয়া
তবে রবিবার ভাইফোঁটার দিন বৃষ্টির কোনও সম্ভাবনা কার্যত থাকছে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে উপরের দিকের জেলাগুলিতে অল্প হলেও বৃষ্টির পূর্বাভাস থাকছে। হাওয়া অফিস বলছে, নভেম্বরের শুরু থেকেই শুষ্ক আবহাওয়ার প্রভাব আরও বেশি মাত্রায় শুরু হয়ে যাবে রাজ্যে। আরও কমে যাবে তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও কমতে থাকবে। অর্থাৎ, শীতের যে আর বেশি দেরি নেই।

Advertisement

Advertisement