Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে আত্মঘাতী ইম্ফলের যাত্রী, প্রজাতন্ত্র দিবসে মর্মান্তিক ঘটনা

প্রজাতন্ত্র দিবসে গোটা শহর যখন বিশেষ নিরাপত্তার চাদরে মোড়া, তখনই কলকাতা বিমানবন্দরে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। রবিবার দুপুরে বিমানবন্দরের ডিপারচার ফ্লাইওভার থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন এক যাত্রী। জানা গিয়েছে ইম্ফল এসেছিলেন ওই যাত্রী। নাম ও সিং, বয়স ৫০-এর আশেপাশে।

Advertisement
কলকাতা বিমানবন্দরে আত্মঘাতী ইম্ফলের যাত্রী, প্রজাতন্ত্র দিবসে মর্মান্তিক ঘটনাকলকাতা বিমানবন্দর

প্রজাতন্ত্র দিবসে গোটা শহর যখন বিশেষ নিরাপত্তার চাদরে মোড়া, তখনই কলকাতা বিমানবন্দরে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। রবিবার দুপুরে বিমানবন্দরের ডিপারচার ফ্লাইওভার থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন এক যাত্রী। জানা গিয়েছে ইম্ফল এসেছিলেন তিনি। নাম ও সিং, বয়স ৫০-এর আশেপাশে।

ফ্লাইওভার থেকে ঝাঁপ...

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, গত ২৩ জানুয়ারি ইম্ফল থেকে কলকাতায় এসেছিলেন ওই ব্যক্তি। একটি বেসরকারি বিমানসংস্থার বিমানে সন্ধ্যায় কলকাতা আসেন তিনি। 

রবিবার দুপুরে তাঁকে বিমানবন্দরের বিভিন্ন জায়গায় ঘুরতে দেখা যায়। বেশ কয়েক ঘণ্টা ধরেই এমনটা চলছিল। কর্মীদের বিষয়টি নজরে আসে। তাঁরা প্রথমে তাঁর চিকিৎসার ব্যবস্থা করেন। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

বিকালের দিকে ডিপারচার ফ্লাইওভারের নীচ থেকে আচমকা গোঙানির শব্দ আসে। শুনেই সেদিকে ছুটে যান নিরাপত্তারক্ষীরা। দেখা যায়, ওই ব্যক্তি ফ্লাইওভার থেকে ঝাঁপ দিয়েছেন। মাটিতে পড়ে মাথায় আঘাত লাগে তাঁর। তীব্র রক্তক্ষরণ হচ্ছিল। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

যাত্রীদের প্রতিক্রিয়া

ঘটনার আকস্মিকতায় স্তম্ভিত বিমানবন্দরের যাত্রী ও কর্মীরা। প্রজাতন্ত্র দিবসের কড়া নিরাপত্তার মধ্যেও এমন দুর্ঘটনা কীভাবে ঘটল, তাই নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

উল্লেখ্য, গত বছর মার্চে কলকাতা বিমানবন্দরে কর্তব্যরত এক সিআইএসএফ জওয়ান আত্মঘাতী হন। বছর ২৫-এর ওই জওয়ান মাত্র বছর দুই আগেই কাজে যোগ দিয়েছিলেন। নিজের সার্ভিস রাইফেলের গুলিতেই তিনি আত্মঘাতী। 

POST A COMMENT
Advertisement