Lionel Messi: মেসিকে ঘিরে 'অসভ্যতা', রাজীব কুমারকে শোকজ, আরও একাধিক কড়া অ্যাকশন

যুবভারতী কাণ্ডে বড়সড় পদক্ষেপ নিল নবান্ন। শো-কজ করা হল রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে। তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে ঘটনার কারণ দর্শাতে হবে। পাশাপাশি শো-কজ শো-কজ করা হয়েছে বিধাননগর পুলিশ কমিশনারেটের সিপি মুকেশ কুমারকে।

Advertisement
মেসিকে ঘিরে 'অসভ্যতা', রাজীব কুমারকে শোকজ, আরও একাধিক কড়া অ্যাকশনরাজীব কুমার।-ফাইল ছবি
হাইলাইটস
  • যুবভারতী কাণ্ডে বড়সড় পদক্ষেপ নিল নবান্ন।
  • শো-কজ করা হল রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে।

যুবভারতী ক্রীড়াঙ্গনে ভাঙচুরের ঘটনায় প্রাথমিক তদন্ত রিপোর্ট সামনে আসতেই একগুচ্ছ কড়া শাস্তিমূলক সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। তদন্তে দায়িত্বে গাফিলতির অভিযোগ উঠতেই প্রথমেই রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের কাছে শোকজ নোটিস পাঠানো হয়েছে। তাঁর পাশাপাশি শোকজ করা হয়েছে বিধাননগর পুলিশ কমিশনার মুকেশ কুমার, যুবকল্যাণ ও ক্রীড়া দফতরের সচিব রাজেশ কুমার সিনহাকেও।

প্রশাসনিক স্তরে আরও কঠোর পদক্ষেপ হিসেবে সাসপেন্ড করা হয়েছে ডিসি অনীশ সরকারকে। একই সঙ্গে অবিলম্বে বরখাস্ত করা হয়েছে যুবভারতী ক্রীড়াঙ্গনের সিইও দেবকুমার নন্দনকে। রাজ্য সরকারের তরফে স্পষ্ট করে জানানো হয়েছে, এই ঘটনায় দায়িত্বহীনতা বা নিরাপত্তায় গাফিলতি কোনওভাবেই বরদাস্ত করা হবে না।

অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায়ের নেতৃত্বাধীন তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্টে যে সমস্ত ত্রুটি ও অনিয়মের কথা উঠে এসেছে, তার ভিত্তিতেই এই পদক্ষেপ বলে নবান্ন সূত্রে খবর। বিশেষ করে নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতা, স্টেডিয়ামের ভেতরে নিষিদ্ধ সামগ্রী প্রবেশ এবং ভিড় নিয়ন্ত্রণে গাফিলতির বিষয়গুলি গুরুত্ব সহকারে দেখা হয়েছে।

তদন্ত কমিটির সুপারিশ মেনে যুবভারতীতে ভাঙচুরের পুরো ঘটনা খতিয়ে দেখতে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করা হয়েছে। এই সিট ঘটনার পেছনের দায়িত্ব নির্ধারণ, সংশ্লিষ্ট সংস্থাগুলির ভূমিকা এবং ভবিষ্যতে এমন ঘটনা রুখতে কী কী ব্যবস্থা নেওয়া প্রয়োজন, তা বিস্তারিতভাবে খতিয়ে দেখবে।

রাজ্য প্রশাসনের এই কড়া অবস্থান থেকে স্পষ্ট, যুবভারতীর মতো আন্তর্জাতিক মানের ক্রীড়াঙ্গনে নিরাপত্তা ও ব্যবস্থাপনায় কোনও ধরনের অবহেলা মেনে নেওয়া হবে না। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ও বিভাগীয়, দু’ধরনের কঠোর পদক্ষেপই নেওয়া হবে বলে জানিয়েছে রাজ্য।

 

 

 

POST A COMMENT
Advertisement