আইপিএল ২০২৫-এর ফাইনাল ও প্লে-অফ ম্যাচ কলকাতার ইডেন গার্ডেন থেকে হঠাৎ করে গুজরাটের আহমেদাবাদে স্থানান্তরের সিদ্ধান্তে চরম ক্ষোভ প্রকাশ করল রাজ্য সরকার। এই সিদ্ধান্তকে 'সম্পূর্ণ রাজনৈতিক' বলে উল্লেখ করে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বিসিসিআই এবং আইপিএল গভর্নিং কাউন্সিলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন।
অরূপ বিশ্বাসের তীব্র প্রতিক্রিয়া: 'বৃষ্টির অজুহাতে ষড়যন্ত্র'
ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, 'ইডেনে ফাইনাল হওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির অজুহাতে ম্যাচটি সরিয়ে নেওয়া হয়েছে। আমরা আগেই আবহাওয়ার পূর্বাভাস নিয়েছিলাম, আবহাওয়ার বিভাগ জানায় ২০ থেকে ৩০ মে-র আগে কোনও নির্দিষ্ট পূর্বাভাস দেওয়া যায় না। তাহলে আইপিএল গভর্নিং কাউন্সিল কীভাবে আগাম সিদ্ধান্ত নিল?'
তিনি প্রশ্ন তোলেন, একই মাঠে ৭টি ম্যাচ নির্ঝঞ্ঝাটভাবে হয়েছে, কোথাও কোনও আইনশৃঙ্খলার সমস্যা হয়নি। তাহলে কেন আমাদের বঞ্চিত করা হল?'
রাজনৈতিক উদ্দেশ্যেই সিদ্ধান্ত, দাবি রাজ্যের
অরূপ বিশ্বাস আরও বলেন, '২০২৩ সালে আহমেদাবাদেও বৃষ্টিতে ফাইনাল হয়নি। তা সত্ত্বেও গত ৪ বছরে ৩ বার ফাইনাল হয়েছে মোদী স্টেডিয়ামে। তাহলে এটা কি রাজনৈতিক পক্ষপাত নয়?' অরূপের অভিযোগ, কেন্দ্রীয় সরকার এবং বিসিসিআই যৌথভাবে বাংলার মানুষ এবং ক্রিকেটপ্রেমীদের অপমান করেছে।
অন্যদিকে, বিজেপি নেতা ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার দাবি করেন, কলকাতায় আইনশৃঙ্খলা সমস্যা থাকার কারণেই ম্যাচ সরানো হয়েছে। তার পাল্টা জবাবে কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মা বলেন, '৯টি আইপিএল ম্যাচে ৬০ হাজার দর্শকের উপস্থিতিতে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা CAB-র সঙ্গে বারবার বৈঠক করেছি। রামনবমীর দিন একটি ম্যাচের তারিখ সরানো হয়েছিল, কিন্তু সেদিনের ম্যাচ কলকাতাতেই অনুষ্ঠিত হয়। এর পেছনে অন্যকোনও কারণ থাকতে পারে। '
আইপিএল গভর্নিং কাউন্সিলকে কাঠগড়ায় রাজ্য
পশ্চিমবঙ্গ সরকারের বক্তব্য, আবহাওয়ার অজুহাত তুলে কলকাতার মতো ঐতিহাসিক মাঠ থেকে ফাইনাল সরানো অন্যায়। এটা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সরকারের ভাবমূর্তিকে আঘাত করার উদ্দেশ্যেই করা হয়েছে বলে অভিযোগ। কলকাতার ইডেন গার্ডেন দীর্ঘদিন ধরেই ভারতীয় ক্রিকেটের অন্যতম গর্ব। এই মাঠ থেকে ম্যাচ সরিয়ে নেওয়া নিয়ে বাংলার জনমানসে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।