scorecardresearch
 

Jadavpur Registrar Resigned: ইস্তফা দিলেন যাদবপুরের রেজিস্ট্রার? হুমকি চিঠি পেয়ে সিদ্ধান্ত

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু ইস্তফা দিলেন (Jadavpur registrar resigned)। সূত্রের খবর, উপাচার্য বুদ্ধদেব সাউয়ের কাছে ইমেল করে ইস্তফা পাঠিয়েছেন তিনি। যদিও এখনও সেই ইস্তফাপত্র গৃহীত হয়নি।

Advertisement
ফাইল ছবি। ফাইল ছবি।
হাইলাইটস
  • যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু ইস্তফা দিলেন (Jadavpur registrar resigned)।
  • সূত্রের খবর, উপাচার্য বুদ্ধদেব সাউয়ের কাছে ইমেল করে ইস্তফা পাঠিয়েছেন তিনি।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু ইস্তফা দিলেন (Jadavpur registrar resigned)। সূত্রের খবর, উপাচার্য বুদ্ধদেব সাউয়ের কাছে ইমেল করে ইস্তফা পাঠিয়েছেন তিনি। যদিও এখনও সেই ইস্তফাপত্র গৃহীত হয়নি।

যাদবপুরের ছাত্র মৃত্যুর (Jadavpur Ragging Case) ঘটনার পর থেকেই তোলপাড় ক্যাম্পাস। এই ঘটনার পরই কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ ওঠে। পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে। সেই ঘটনায় ১৩ জনকে গ্রেফতার করা হলেও একজন জামিন পেয়েছেন। এই ঘটনায় প্রথম গ্রেফতার করা হয় সৌরভ চৌধুরী নামে এক প্রাক্তনীকে। তাঁকে জেরা করা হচ্ছে। 
 শুক্রবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডাকযোগে একটি হুমকি চিঠি পান। সেখানে লেখা ছিল, ‘সৌরভের কিছু হলে দেখে নেওয়া হবে’! এমনকী ওই চিঠিতে আশালীন ভাষায় হুমকি ছিল। প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। স্বভাবতই এই চিঠি পাওয়া পরেই উদ্বিগ্ন হয়ে ওঠেন রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু।

যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেন তিনি। তারপরই উপাচার্যের কাছে ইস্তফাপত্র পাঠান স্নেহমঞ্জু (Jadavpur registrar resigned)। সূত্রের খবর, সেই ইস্তফাপত্রে হুমকি চিঠির কথা উল্লেখ করা হয়েছে। তিনি যে ভয় পাচ্ছেন তাও জানিয়েছেন স্নেহমঞ্জু। যদিও উপাচার্য এখনও তাঁর ইস্তফাপত্র গ্রহণ করেননি।

আরও পড়ুন

রেজিস্ট্রারের ইস্টফাপত্র দেওয়ার বিষয়টি স্বীকার করে নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য। তিনি জানান, শনিবার সন্ধেয় রেজিস্ট্রার তাঁকে ইস্তফাপত্র পাঠিয়েছেন। তা দেখে তিনি রেজিস্ট্রারকে ফোন করেন। সেখানে বুদ্ধদেব সাউ রেজিস্ট্রারের কাছে জানতে চান কেন তিনি ছেড়ে দিতে চাইছেন। স্নেহমঞ্জু বসু, উপচার্যকে জানান হুমকি চিঠি নিয়ে চিন্তিত পরিবারের লোকেরা। তাই নিয়ে ছাড়তে চাইছেন। উপাচার্য রেজিস্ট্রারকে ইস্তফা না দেওয়ার জন্য অনুরোধ করেন। স্নেহমঞ্জু জানান, তিনি বিষয়টি ভেবে দেখবেন।
 

 

Advertisement

Advertisement