scorecardresearch
 

Jadavpur University: হোলির দিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুরে মিলল প্রাক্তনীর দেহ, তুমুল চাঞ্চল্য

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) পুকুর থেকে উদ্ধার হল প্রাক্তন ছাত্রের (Ex student) দেহ (deadbody)। বুধবার হোলির দিন বিকেলের ঘটনা। যাদবপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সেই দেহ উদ্ধার করেছে। জানা গেছে, মৃতের নাম মহম্মদ আসিফ মণ্ডল (২৫)। মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement
ফাইল ছবি। ফাইল ছবি।
হাইলাইটস
  • যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) পুকুর থেকে উদ্ধার হল প্রাক্তন ছাত্রের (Ex student) দেহ (deadbody)।
  • বুধবার হোলির দিন বিকেলের ঘটনা।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) পুকুর থেকে উদ্ধার হল প্রাক্তন ছাত্রের (Ex student) দেহ (deadbody)। বুধবার হোলির দিন বিকেলের ঘটনা। যাদবপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সেই দেহ উদ্ধার করেছে। জানা গেছে, মৃতের নাম মহম্মদ আসিফ মণ্ডল (২৫)। মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশের তরফ থেকে প্রাথমিক ভাবে জানানো হয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে এক যুবকের তলিয়ে যাওয়ার খবর মিলেছে। যাদবপুর থানার পুলিশকর্মীরা সেই সময়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান৷ পৌঁছে যায় বিপর্যয় মোকাবিল দলও৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগের প্রাক্তন ছাত্র মহম্মদ আসিফ মণ্ডলের দেহ তারপর জলাশয় থেকে উদ্ধার করা হয়৷ আসিফ পর্নশ্রী, কলকাতার সরকারি হাউজিং এস্টেটের বাসিন্দা৷

উদ্ধার করার পর তাঁকে সঙ্গে সঙ্গে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে নিয়ে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে একাধিক ছোট-বড় পুকুর রয়েছে৷ সেগুলিরই একটিতে ওই ছাত্র নেমে গিয়েছিল বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন-অব্যাহত শিশুমৃত্যু, রাজ্যের হাসপাতালগুলি পরিদর্শনে উদ্বিগ্ন শিশু সুরক্ষা কমিশন

 

Advertisement