SSC Case: 'চাকরিহারাদের SSC ভবন অভিযান থেকে বোমা ছোড়ার ছক', অডিও প্রকাশ করে দাবি বিধাননগর পুলিশের

চাকরিহারা শিক্ষকদের একাংশ সোমবার এসএসসি অভিযানের ডাক দিয়েছে। আর এই মিছিল থেকে হিংসাত্মক ঘটনা ঘটতে পারে। এমনটাই আশঙ্কা প্রকাশ করছে বিধাননগর পুলিশ। তাই সোমবার এই এসএসসি ভবন অভিযানের অনুমতি দিচ্ছে না বিধাননগর কমিশনারেট।

Advertisement
'চাকরিহারাদের SSC ভবন অভিযান থেকে বোমা ছোড়ার ছক', অডিও প্রকাশ করে দাবি বিধাননগর পুলিশের SSC ভবন অভিযান থেকে সোমবার হিংসার ছক, অডিও প্রকাশ করে দাবি বিধাননগর পুলিশের

চাকরিহারা শিক্ষকদের একাংশ সোমবার এসএসসি অভিযানের ডাক দিয়েছে। আর এই মিছিল থেকে হিংসাত্মক ঘটনা ঘটতে পারে। এমনটাই আশঙ্কা প্রকাশ করছে  বিধাননগর পুলিশ। তাই সোমবার এই এসএসসি ভবন অভিযানের অনুমতি দিচ্ছে না বিধাননগর কমিশনারেট। 

চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসের নেতৃত্বে এই অভিযানের ডাক দেওয়া হয়েছে। আর তাই নিয়েই বিস্ফোরক দাবি করেছে বিধাননগর কমিশনারেট। পুলিশের দাবি, এই অভিযানে পুলিশকে আক্রমণের লক্ষ্য আন্দোলনকারীদের। বিধাননগর পুলিশের বক্তব্য, 'সোমবার  হিংসাত্মক আন্দোলনের পরিকল্পনা করা হয়েছে। পুলিশকে বোমা মারা ও পাথর ছোড়া, আগুন লাগিয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। সকেট বোমাও ব্যবহার করা হতে পারে।' রবিবার ফোনের কথোপকথেনর  অডিও প্রকাশ করে এমন বিস্ফোরক দাবি করা হয়েছে। 

ফোনালাপের একটি অডিয়ো প্রকাশ্যে এনেছে বিধাননগর পুলিশ কমিশনারেট। পুলিশ যে অডিয়োটি প্রকাশ্যে এনেছে, সেটির সত্যতা অবশ্য আজতক বাংলা  কম যাচাই করেনি। এদিন বিধাননগরের ডিসিপি অনিশ সরকার জানান, একটি কথোপকথন ইন্টারসেপ্ট করা হয়েছে। যাঁদের মধ্যে এই কথোপকথন হচ্ছে তাঁরা দু’জনেই এই মঞ্চের সদস্য।তাঁদের কথার মধ্যে বিভিন্নরকম হিংসাত্মক কথাবার্তা উঠে আসছে। তিনি বলেন, ‘এই কথোপকথনের মধ্যে উঠে এসেছে  বিভিন্ন জায়গায় মিছিলে পাথর, পেট্রল নিয়ে যাওয়ার কথা। শোনা গিয়েছে পুলিশ ও সরকারি কর্মীদের উপর বোম মারার কথাও। কিছুদিন বাদে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষা কেন্দ্র সকেট বোমা মেরে উড়িয়ে দেওয়ার মতো হিংসাত্মক কথাও বলা হয়েছে।’

এ দিনের সাংবাদিক বৈঠকে জানিয়ে দেওয়া হয়েছে, সোমবারের মিছিল পুলিশের বাড়তি নজরদারি থাকবে। কমিশনের সূত্রে খবর, কলকাতা হাইকোর্টের নির্দেশে শিক্ষক-শিক্ষিকাদের আন্দোলনের জায়গা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। তার বাইরে কোনও আন্দোলনের অনুমতি দেওয়া হয়নি। যদিও পুলিশের অভিযোগ অস্বীকার করেছেন  চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস। চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসের তরফ বলা হচ্ছে, গত শুক্রবার দিন, তাঁদের একজন সহকর্মীর মৃত্যুর ঘটনা ঘটেছে।  সেই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে, SSC অভিযানের ডাক দেওয়া হয়েছে। SSC-এর চেয়ারম্যানের সঙ্গে তারা বৈঠক করবেন, কথা বলবেন, কেন এই পরিস্থিতি, কেন তাঁদের পরীক্ষা দিতে হবে, সে কথা বলতে চান। কিন্তু তাঁদের বিরুদ্ধে যে অভিযোগটা করা হচ্ছে, সেটা 'মিথ্যে', বলে দাবি করেছেন  তিনি।  সুমন বিশ্বাসের বক্তব্য, তাঁদের আন্দোলনকে কালিমালিপ্ত করতেই এ ভাবে চক্রান্ত করা হচ্ছে। 

Advertisement

POST A COMMENT
Advertisement