Junior Doctors Hunger Strike: অসুস্থ আরও এক অনশনকারী জুনিয়র ডাক্তার, NRS-এ ভর্তি হলেন পুলস্ত্য আচার্য

ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনশনমঞ্চে অসুস্থ হয়ে পড়লেন আরও এক অনশনরত জুনিয়র চিকিৎসক। এবার অসুস্থ অনশনকারী জুনিয়র চিকিৎসক পুলস্ত্য আচার্য। এনআরএস হাসপাতালের পিজিটি পুলস্ত্য আচার্যকে নিয়ে যাওয়া হয়েছে তারই হাসপাতালে।

Advertisement
 অসুস্থ আরও এক অনশনকারী জুনিয়র ডাক্তার, NRS-এ ভর্তি হলেন পুলস্ত্য আচার্যJunior Doctors Hunger Strike

ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনশনমঞ্চে অসুস্থ হয়ে পড়লেন আরও এক অনশনরত জুনিয়র চিকিৎসক। এবার  অসুস্থ অনশনকারী জুনিয়র চিকিৎসক পুলস্ত্য আচার্য। এনআরএস হাসপাতালের পিজিটি পুলস্ত্য আচার্যকে নিয়ে যাওয়া হয়েছে তারই হাসপাতালে। 

পুলস্ত্য আচার্যকে গ্রিন করিডোর করে নিয়ে যাওয়া হয়  এনআরএস হাসপাতালের জরুরি বিভাগে। এই হাসপাতালেরই পিজিটি ছাত্র পুলস্ত্য। জানা যাচ্ছে, এনআরএসের নেফ্রলজি, কার্ডিওলজি, মেডিসিন, চেস্ট মেডিসিন, অ্যানাস্থেসিয়ার চিকিৎসকদের নিয়ে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। আগে থেকেই তাঁর জন্য নির্দিষ্ট সিসিইউ-র ব্যবস্থা করে রাখা হয়েছিল বলে হাসপাতালে। ৬ অক্টোবর থেকে অনশনে বসেছিলেন নীলরতন সরকার হাসপাতালের প্রথম বর্ষের অ্যানাস্থেসিয়া বিভাগের পিজিটি পুলস্ত্য। ১৯৪ ঘণ্টা অনশনের পর আজ সন্ধে থেকেই অবস্থার অবনতি হতে থাকে।

রবিবার সন্ধ্যা থেকেই শারীরিক অবস্থার অবনতি ঘটে পুলস্ত্যর। পেটে ব্যথা শুরু হয় তাঁর। অনশনমঞ্চেই পুলস্ত্যর স্বাস্থ্যপরীক্ষা করেন ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্‌স ফ্রন্ট’-এর চিকিৎসকেরা। তার পরই তাঁকে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেন তাঁরা। রাত পৌনে ১০টা নাগাদ অনশনমঞ্চ থেকে অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে রওনা করানো হয় পুলস্ত্যকে। তাঁকে নিয়ে আসা হয় নীলরতন সরকার মেডিক্যাল কলেজে (এনআরএস)। সেখানে জরুরি বিভাগে পুলস্ত্যর স্বাস্থ্যপরীক্ষা করেন সিনিয়র চিকিৎসকেরা। 

গত ৫ অক্টোবর ধর্মতলায় আমরণ অনশন শুরু করেছিলেন ছ’জন জুনিয়র ডাক্তার। তাঁদের মধ্যেই ছিলেন অ্যানাস্থেসিয়া বিভাগের পিজিটি প্রথম বর্ষের পড়ুয়া পুলস্ত্য। টানা আট দিন সেখানেই অন্যদের সঙ্গে অনশন চালিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু রবিবার সন্ধ্যায় তলপেটে যন্ত্রণা শুরু হয় তাঁর। সঙ্গে বমি ভাব ছিল। অনশনমঞ্চে চিকিৎসকেরা তাঁকে পরীক্ষা করেন। জানা যায়, কিটোন বডির পরিমাণও বেড়েছে। তখনই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন আন্দোলনকারীরা।

এদিকে রবিবার নবম দিনে পড়েছে তাঁদের জুনিয়র চিকিৎসকদের অনশন। সেই অনশনমঞ্চ থেকেই একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনকারীরা। সোমবার রাজভবন অভিযানের ডাক দিয়েছেন তাঁরা। মঙ্গলবার কার্নিভ্যালের দিন কলকাতার রাস্তার পাশে মানববন্ধন গড়ার ডাক দেওয়া হয়েছে। এ-ও জানিয়েছেন, এই মানববন্ধন ঘিরে যাতে বিশৃঙ্খলা তৈরি না হয়, তা নিশ্চিত করবেন তাঁরা। জেলাতেও সভা-সমাবেশের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা।

Advertisement

POST A COMMENT
Advertisement