RG Kar Junior Doctors' Protest: মুখ্য সচিবের সঙ্গে বৈঠকে রাজি ডাক্তাররা। বুধবার মেলে আলোচনা-প্রস্তাব দেন মুখ্য সচিব মনোজ পন্থ। সন্ধ্যা ৭.৪৫-এ জুনিয়র ডাক্তারদের আলোচনায় আসতে অনুরোধ করেন। তার জবাবে এদিন সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করেন ডাক্তাররা। বলেন, বৈঠকে যেতে তাঁরা রাজি। তবে কোনও ভয় থেকে বা আপোসের জন্য যাচ্ছেন না।
RG Kar Junior Doctors' Protest: Live Updates
'শুধুই সময় নষ্ট', আলোচনা থেকে বেরিয়ে বললেন ডাক্তাররা
স্বাস্থ্যভবনে বৈঠকের পর জুনিয়র ডাক্তাররা বেরিয়ে বললেন, 'রাজ্য সরকার বলছে এখনই নির্দিষ্ট করে কিছু বলা সম্ভব নয়। পুজোর জন্য সময় লাগবে। স্বাস্থ্য সচিব নিয়ে এখানে আলোচনার কিছু নেই। কতটা সময় লাগতে পারে জানতে চাওয়ায় বলা হয় এখনই কিছু বলা সম্ভব নয়।' তাঁরা জানান, বৈঠকে তাঁদের আবারও অনশন থামাতে বলা হয়েছে। 'আমরা বলেছি, আপনারা অনশন মঞ্চে এসে আর্জি জানান,' বললেন ডাক্তাররা।
বৈঠকে উচ্চপদস্থ আমলারা
জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকে আছেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজি।
বাসে স্বাস্থ্যভবন যাওয়ার ভিডিও পোস্ট জুনিয়র ডাক্তারদের
স্বাস্থ্য ভবনে পৌঁছলেন জুনিয়র ডাক্তারেরা
রাত সাড়ে ৯টা নাগাদ স্বাস্থ্য ভবনে পৌঁছলেন জুনিয়র চিকিৎসকেরা। সেখানেও তাঁরা ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান তোলেন।
৭.৪৫-এ বৈঠক, ৮.৪৫-এ বাসে উঠলেন জুনিয়র ডাক্তাররা
বুধবার সন্ধ্যা ৭.৪৫-এ বৈঠকে ডেকেছিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। সেই মেলের উত্তরে আলোচনায় যেতে রাজি হয়েছেন জুনিয়র ডাক্তাররা। তবে নির্দিষ্ট সময়ের প্রায় এক ঘণ্টারও বেশি বাদে বাসে উঠলেন তাঁরা। মোট ১২ জন প্রতিনিধি যাচ্ছেন। বিভিন্ন হাসপাতালের জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি তাঁরা।
রাজ্যপালের বার্তা: অনশন প্রত্যাহার করুন...
গভর্নর সিভি আনন্দ বোস বলেন, '...আমি ডাক্তারদের অনুগ্রহ করে তাঁদের অনশন প্রত্যাহার করার জন্য অনুরোধ করছি। আগামিকাল একটি মিটিং ডাকা হবে। সেখানে চিকিৎসকদের ১০ দফা দাবি শোনা হবে। আমরা একটি উপায় বের করব। ওঁরা ন্যায়বিচার চান। ওঁরা ন্যায়বিচার পাবেন, এটাই সুশীল সমাজের কর্তব্য এবং এর জন্য আমরা একসঙ্গে কাজ করব... আমি সরকারের সিনিয়র সহকর্মীদের সঙ্গে যোগাযোগ করব এবং ওঁদের দাবি নিয়ে আলোচনা করব। ডাক্তাররা এবং আমরা অবশ্যই একটি উপায় খুঁজে বের করব।'
মুখ্যমন্ত্রীকে আসার অনুরোধ অপর্ণা সেনের
আন্দোলন মঞ্চে পৌঁছালেন অভিনেত্রী-বুদ্ধিজীবী অপর্ণা সেন। বললেন, 'মাননীয়া মুখ্যমন্ত্রীকে বলছি, আপনি এখানে আসুন। আমি হাত জোর করে মাননীয়াকে বলছি, আপনি এখানে এসে দাঁড়ান, ওঁদের অবস্থাটা দেখুন, ওঁদের পাশে এসে দাঁড়ান।
সরকারের ভূমিকা নিয়ে কী বলবেন? 'আমরা অপেক্ষা করছি, কতক্ষণে সরকার এর সুরাহা করবে। আমি অনুরোধ করছি, মিনতি করছি, আপনার প্লিজ এখানে আসুন।'
আর কিছুক্ষণের মধ্যেই বৈঠক
আজ ৭.৪৫-এ বৈঠকে ডেকেছেন মেল করে মনোজ পন্থ। ৮-১০ জন প্রতিনিধিকে আসার অনুরোধ করেছেন তিনি।
'চিফ সেক্রেটারি নিগম, স্বাস্থ্যসচিবকে অপসারণ করতে পারেন কিনা আমাদের জানা নেই'
জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি ডাঃ দেবাশিষ হালদার বলেন, 'বৈঠকে আমরা যাব। কিন্তু কী নিয়ে আলোচনা হবে, সেই বিষয়ে আমরা কিচু জানি না। চিফ সেক্রেটারি নিগম, স্বাস্থ্যসচিবকে অপসারণ করতে পারেন কিনা আমাদের জানা নেই।'
আরও বলেন, 'আমরা অনশনরতদের স্বাস্থ্যের কথা ভেবে উদ্বিগ্ন। এই যে একটা আলোচনার জায়গায় মুখ্য সচিব আসতে বলেছেন, আমরা সেখানে বৈঠকে যোগ দেব। আমরা জানি না ওখানে গিয়ে ঠিক কী হবে, অনশনরতদের কথা ভেবে, তাঁদের ভয়েস, দাবি তাঁদের কানে পৌঁছাতে যাচ্ছি। সরকার যদি ভাবে আমরা দূর্বল হয়ে যাচ্ছি, সেটা নয়। আমরা বারবার বলেছি আমরা আলোচনায় যেতে চাই।'
'কোনও নেগোশিয়েশনে যাচ্ছি না'
দেবাশিষ জানালেন, 'আমরা স্বাস্থ্যভবন যাচ্ছি। আমরা সবক'টি দাবি এর আগেই ১০-১৫ দিন আগেই মেল করা আছে। কেন ডাকা হয়েছে জানি না। নতুন কোনও নেগোশিয়েশনে আমরা যাচ্ছি না।