SSC Justice Abhijit Gangopadhyay On Cbi: CBI-এর তদন্তে হতাশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কী বললেন?

SSC দুর্নীতির তদন্তে তিনিই CBI তদন্তের নির্দেশ দিয়েছিলেন। সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তের অগ্রগতি নিয়ে কার্যত অসন্তোষ প্রকাশ করলেন।

Advertisement
CBI-এর তদন্তে হতাশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কী বললেন?ফাইল ছবি
হাইলাইটস
  • SSC দুর্নীতির তদন্তে তিনিই CBI তদন্তের নির্দেশ দিয়েছিলেন
  • সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তের অগ্রগতি নিয়ে কার্যত অসন্তোষ প্রকাশ করলেন
  • কী বললেন তিনি?

SSC দুর্নীতির তদন্তে তিনিই CBI তদন্তের নির্দেশ দিয়েছিলেন। সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তের অগ্রগতি নিয়ে কার্যত অসন্তোষ প্রকাশ করলেন। CBI-এর থেকে SIT-ভালো। একথাও বলেন তিনি। 

এদিন হাইকোর্টে একটি মামলার শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় CBI তদন্ত নিয়ে কার্যত হতাশা প্রকাশ করেন। এদিন এজলাসে আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথোপকথনে সিবিআই সম্পর্কে তাঁর এই হতাশা প্রকাশ করেন মাননীয় বিচারপতি। 

তিনি বলেন, '৫২ সপ্তাহ আগে প্রথম CBI তদন্তের নির্দেশ দিয়েছিলাম। আজ পর্যন্ত কোনও তদন্তের মেরিট দেখতে পেলাম না। আমি মনে করছি CBI-এর থেকে SITঅনেক বেটার।' 

আরও পড়ুন : Moon : চাঁদ দূরে সরলেই দিন-রাত্রি ৪ ঘণ্টার, পৃথিবীজুড়ে তাণ্ডব!

তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় মাননীয় বিচারপতিকে জানান, CBI তদন্ত করছে অনেক মামলা। কিন্তু CBI-এর তদন্তে অভিযুক্তের সাজা হয়েছে এমন কোনও উদাহরণ নেই। তখন মাননীয় বিচারপতি বলেন, 'আমি অবসাদে ভুগছি। সোমবার দুপুরে একটি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছি। কিন্ত কতটা সফল হবে তা নিয়ে মতান্তর থাকবে।'

মাননীয় বিচারপতির আক্ষেপ, 'কাকে তদন্ত করতে বলব, এটা চলতে পারে না। ক্যামেরার সামনে সাতদিন, কিন্তু ফল কী? কর্মহীনদের কী হবে?  সঠিক ব্যক্তিরা চাকরি পাক সেজন্যই তো সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছি।'

প্রসঙ্গত, SSC নিয়োগ নিয়ে অধিকাংশ মামলার তদন্তের দায়িত্ব CBI-কে দিয়েছিলেন বিচারপতি। আর সেই CBI নিয়েই এদিন হতাশা প্রকাশ করলেন তিনি। 

 

POST A COMMENT
Advertisement