scorecardresearch
 

Justice Abhijit Ganguly: ইস্তফা দিচ্ছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, রাজনীতিতে যোগদানের ঘোষণা

বিচারপতির পদ ছেড়ে কি রাজনীতিতে যোগ দেবেন? অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান,'রাজনৈতিক ময়দানে যাব। কোন রাজনৈতিক দলের হয়ে শুরু করব, সেটা আজকে বলছি না।'

Advertisement
abhijit ganguly abhijit ganguly
হাইলাইটস
  • পদত্যাগের সিদ্ধান্ত বিচারপতি গঙ্গোপাধ্যায়ের।
  • এবার কি রাজনীতিতে যোগ দেবেন?

কলকাতা হাইকোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কার্যকাল শেষ হওয়ার আগে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন বিচারপতি। একটি সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছেন,'মঙ্গলবার ইস্তফাপত্র হাইকোর্টের রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেব'। 

পদত্যাগের পর কি রাজনীতিতে যোগ দেবেন? অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান,'রাজনৈতিক ময়দানে যাব। কোন রাজনৈতিক দলের হয়ে শুরু করব, সেটা আজকে বলছি না। কাল সামান্য কাজ করব বিচারপতি হিসেবে। সেটুকু করেই থেমে যেতে চাই আমি। যাতে কেউ বলতে না পারেন কোনও সিদ্ধান্ত একপেশে হয়েছে। গত ৭ দিন ছুটি নিয়েছিলাম ব্যক্তিগত কারণে। কোনও বিচার করিনি। আগামিকাল কতগুলি মামলা আছে, সেগুলি ছেড়ে দেব। খালি এটুকুই করব। তার পর প্রধান বিচারপতিকে মৌখিকভাবে জানিয়ে দেব। মঙ্গলবার ভারতের রাষ্ট্রপতিকে পদত্যাগপত্র পাঠিয়ে দেব।'

কেন হঠাৎ করে এমন সিদ্ধান্ত? বিচারপতির ব্যাখ্যা,'আমি বৃহত্তর ক্ষেত্রে পদার্পণ করতে চাই। কোনও রাজনৈতিক দলে না গেলে আদালতের বাইরে যে বহু সাধারণ মানুষ আছেন, তাঁদের কাছে পৌঁছনো যাচ্ছে না। যে রাজনৈতিক দলে যাব, তারা ভাববে আমি প্রার্থী হব কিনা।' বৃহত্তর ক্ষেত্র বলে কি রাজনীতি? তাঁর জবাব,'এর উত্তর হ্যাঁ বা না-ও হতে পারে। কোনও সিদ্ধান্ত আজ ঘোষণা করব না। কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হব, সেটা বলব না।'

আরও পড়ুন

বিজেপি, বাম না কংগ্রেস- কোন দলে যাচ্ছেন? এনিয়ে এখনই ভাঙতে রাজি নন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তাঁর কথায়'কোনও সিদ্ধান্ত আজ ঘোষণা করব না। সেটার জন্য অপেক্ষা করুন। এখনই বিশদে বলব না। বাম দল আছে, বিজেপি আছে, ছোট ছোট রাজনৈতিক দল আছে, তারা যদি মনে করেন টিকিট দেবে, তখন ভেবে দেখব। আজকেই চূড়ান্ত কোনও কথা বলব না।' তবে তৃণমূলে যে যাচ্ছেন না, তা স্পষ্ট করে দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি বলেন,'মৌর্য সাম্রাজ্যের কথা শুনেছি, এখন চৌর্য সাম্রাজ্য দেখছি। রাজনীতিতে যোগ করার জন্য শাসক দলকে ধন্যবাদ দিচ্ছি'।
 

Advertisement

Advertisement