রাজ্যের বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সুস্থই আছেন। তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। দাবি করলেন প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপার দেবাশিস চক্রবর্তী। এর আগে জ্যোতিপ্রিয় দাবি করেছিলেন, তিনি অসুস্থ, আর বাঁচবেন না, মরে যাবেন। সেই মন্তব্য নিয়ে কোনও প্রতিক্রিয়া দিতে না চাইলেও জেল সুপার সাফ জানিয়েছেন, রাজ্যের মন্ত্রী সুস্থই আছেন।
মঙ্গলবার দেবাশিস চক্রবর্তী সাংবাদিকদের বলেন, 'জ্যোতিপ্রিয় মল্লিকের জন্য কী ব্যবস্থা নেওয়া হয়েছে তার আপডেট দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমি সেজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তিনি সংশোধনাগারের মধ্যে রয়েছেন। চিকিৎসকের তত্ত্বাবধানে বর্তমানে সুস্থ আছেন। এবং আদালতের নির্দেশ মেনে আমরা চলছি।'
প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপার আরও বলেন, 'আমাদের সংশোধনাগারে ২২০০-এর কাছাকাছি আবাসিক রয়েছেন। সবার আপডেট দেওয়া সম্ভব নয়। কার রাতে ঘুম হয়েছে আর কার হয়নি, সেটা তো বলা সম্ভব নয়। প্রায় ২০০ জন ডায়াবেটিক রোগী রয়েছেন। তাঁদের খাবারের জন্য আলাদা ব্যবস্থা আছে। তাঁর রাতে ঘুম হয়েছে কী হয়নি সেটা আপডেট দেওয়া সম্ভব নয়। যতজন আবাসিক রয়েছেন তাঁদের প্রত্যেকের শারীরিক অবস্থা নিয়ে আমরা সজাগ।'
এরপরই সাংবাদিকদের প্রশ্নে মেজাজ হারান দেবাশিস চক্রবর্তী। তাঁকে জিজ্ঞেস করা হয়, জ্যোতিপ্রিয় মল্লিক দাবি করেছিলেন তাঁর শারীরিক অবস্থা খারাপ। সেটা নিয়ে কী বলবেন ? উত্তর দিতে গিয়ে ওই সংশোধনাগার সুপার বলেন, 'উনি কী বলেছেন সেটা তো ওঁর ব্যাপার। আমি এই নিয়ে কোনও মন্তব্য করব না। ডাক্তারবাবু তাঁর চিকিৎসার জন্য কী ব্যবস্থা নিয়েছেন সেটা তো আমার পক্ষে এখানে দাঁড়িয়ে বলা সম্ভব নয়। আমি আবার বলছি, তিনি আপাতত সুস্থ আছেন। চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন।'
রেশন দুর্নীতি মামলায় চলতি বছরের অক্টোবর মাসে গ্রেফতার হন জ্যোতিপ্রিয় মল্লিক। বারবারই শারীরিক অবস্থার উল্লেখ করেন তিনি। গত রবিবার কম্যান্ড হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে যাওয়ার সময় পক্ষাঘাতগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছিলেন জ্যোতিপ্রিয়। বলেছিলেন, 'শরীর খুর খারাপ। মরে যাব। অবস্থা খুবই খারাপ।'