Kabir Suman: মুক্তকাম ও বিছানার 'রহস্য ফাঁস', আরও বিস্ফোরক কবীর সুমন

মুক্তকাম ও অফুরান এনার্জি নিয়ে মুখ খুলে বিতর্কে জড়িয়েছিলেন কবীর সুমন। এবার আরও বিস্ফোরক কথা বললেন তিনি। কী বললেন গায়ক ? তিনি সত্যিই কি মুক্তকামে বিশ্বাস করেন ?

Advertisement
মুক্তকাম ও বিছানার 'রহস্য ফাঁস', আরও বিস্ফোরক কবীর সুমনফাইল ছবি
হাইলাইটস
  • মুক্তকাম ও অফুরান এনার্জি নিয়ে মুখ খুলে বিতর্কে জড়িয়েছিলেন কবীর সুমন
  • এবার আরও বিস্ফোরক কথা বললেন তিনি

কবীর সুমন। ৭৫ বছরের এই সংগীত শিল্পীর অফুরান এনার্জির উৎস মুক্তকাম। এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি। তা নিয়ে শোরগোল কম হয়নি। অনেকেই তাঁকে সোশ্যাল মিডিয়ায় আক্রমণও করেন। তা নিয়ে ফের বিস্ফোরক কবীর সুমন। বললেন, 'যদি বলতাম, সকালে উঠে আমি জপ করি, তারপর ভগবান-আল্লার নাম করি, তাহলে কি ভালো হত? আমি মুক্তকামে বিশ্বাস করি এটা নিয়ে এত শোরগোলের কী আছে ?' 

কেন সেদিন মুক্তকামের কথা বলেছিলেন তার উত্তরও দেন গায়ক। বলেন, 'সেদিন প্রায় টানা সাড়ে তিন ঘণ্টা রেকর্ডিং করেছিলাম। তারপরই এক বন্ধু স্থানীয় ভদ্রলোক আমাকে জিজ্ঞেস করেন, এই ৭৫ বছর বয়সেও এত ফিট থাকি কীভাবে? তার উত্তরেই বলেছিলাম আমি মুক্তকামে বিশ্বাস করি। তা বলে অন্যায়টা করেছি কী? 

কবীর সুমন আরও জানান, যাঁকে মুক্তকামের কথা বলেছিলাম, তাঁর বোঝা উচিত ছিল যে আমি মজা করছিলেন। যে লোকটা সব সময় ঠিকভাবে হাঁটা-চলা করতে পারে না, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মরতে বসেছিল সে কীভাবে এই কথা সিরিয়াসলি বলতে পারে? এটা যখন প্রচার করা হল তখন এমন অবস্থা যে বিরাট কিছু যেন হয়ে গেছে। এত হইচই কিসের? যদি কেউ মুক্তকামে বিশ্বাসও করে তাহলে ক্ষতি কী তার মধ্যে ?' 

আরও পড়ুন : 'ডিএ মামলায় তাকিয়ে পশ্চিমবঙ্গের লাখ লাখ সরকারি কর্মী', তারপরও কেন রায় দিল না সুপ্রিম কোর্ট ?

 কবীর সুমনের সেই মন্তব্য নিয়ে নেটিজেনরা তাঁকে আক্রমণ করেন। তা নিয়ে সংগীত শিল্পী বলেন, 'ফেসবুক কারা করে ? গ্রামের চাষি, কুমোর, জেলেরা তো করে না। করে স্কুল-কলেজে লেখাপড়া করা ছাত্র-ছাত্রী ও তথাকথিত সুশীল সমাজ। তারা কতটা কদর্য হতে পারে যে এটা নিয়ে আলোচনা করবে। কারও ব্যক্তিগত জীবন নিয়ে ? সেদিন যদি বলতাম, আমি রোজ সকালে উঠে ঠাকুরের নাম জপ করি, পুজো করি তারপর মুগুর ভাজি, সাত্ত্বিক আহারে বিশ্বাস করি, তাহলে কি ভালো হত ?' 

Advertisement

প্রসঙ্গত, কিছুদিন আগে হাওড়া ও রিষড়ার হিংসা নিয়েও বাংলা.আজতক.ইন-এ মুখ খুলেছিলেন কবীর সুমন। সেদিন তিনি বলেন, 'আমাদের রাজনীতিটা এমন জায়গায় নিয়ে গিয়েছি, অনেক দিন ধরে, আজ তার ফল ভুগতে হচ্ছে। এর দায় আমাদের সবার। আমি এক সময় নিজেকে কমিউনিস্ট বলতাম। খুব গর্ববোধ করতাম। কিন্তু এখন আমি গান্ধীবাদী। আমি এখন প্রতি মুহূর্তে গান্ধীবাদী। আমি ভাবছিলাম, হাওড়ার সেই এলাকায় যাব। যেখানে এই হিংসা হয়েছে। কিন্তু আমি তো হাঁটতে পারি না। আমি তো একা নড়াচড়াও করতে পারি না সেভাবে। এখন তো পরনির্ভরশীল। তবে হাওড়ায় যেতে ইচ্ছে করছিল। ওখানে আমি বসে বলতে চাই, এটা কেন হচ্ছে? এত হিংসা করে আপনারা কী পেলেন?' 

POST A COMMENT
Advertisement