TMC New Chief Whip: লোকসভায় তৃণমূলের চিফ হুইপ কাকলি, শতাব্দীকেও বড় দায়িত্ব TMC-র

তৃণমূল কংগ্রেস জানিয়ে দিল লোকসভায় তৃণমূল কংগ্রেসের চিফ হুইপ-এর পদে বসছেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। অর্থাৎ এবার থেকে কল্যাণের দায়িত্ব সামলাবেন কাকলি। অন্যদিকে লোকসভায় তৃণমূলের দেপুটি লিডার হচ্ছেন সাংসদ শতাব্দী রায়।

Advertisement
লোকসভায় তৃণমূলের চিফ হুইপ কাকলি, শতাব্দীকেও বড় দায়িত্ব TMC-র লোকসভায় কল্যাণের ছাড়া পদে কাকলি

 সংসদের অধিবেশন চলাকালীনই লোকসভার চিফ হুইপ পদ থেকে পদত্যাগ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সোমবার  তৃণমূলের সংসদীয় কমিটির বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে  লোকসভায় দলনেতা হিসাবে নির্বাচিত করার পরই মুখ্য সচেতক পদ থেকে ইস্তফা দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুধু ইস্তফা নয়, তার পর সংবাদমাধ্যমের সামনে মুখ খুলে মহুয়া মৈত্রর বিস্তর সমালোচনা করেন।  এই পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করেছিল, কল্যাণের পর সংসদে তৃণমূলের মুখ্যসচেতক কে হবেন? কল্যাণের ইস্তফার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই নতুন  মুখ্য সচেতকের নাম ঘোষণা করে দিল তৃণমূল কংগ্রেস। কাকলি ঘোষ দস্তিদার লোকসভায় তৃণমূলের চিফ হুইপের দায়িত্ব পাচ্ছেন।

মঙ্গলবার তৃণমূল কংগ্রেস জানিয়ে দিল লোকসভায় তৃণমূল কংগ্রেসের চিফ হুইপ-এর পদে বসছেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। অর্থাৎ এবার থেকে কল্যাণের দায়িত্ব  সামলাবেন কাকলি। অন্যদিকে লোকসভায় তৃণমূলের দেপুটি লিডার হচ্ছেন সাংসদ শতাব্দী রায়। মঙ্গলবার দুপুর দুটোয় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এই তথ্য প্রকাশ করেছে। তৃণমূল কংগ্রেস জানিয়েছে, 'কল্যাণ বন্দ্যোপাধ্যায় গতকাল লোকসভায়  তৃণমূলের সংসদীয় দলের চিফ হুইপের পদ থেকে সরে, চেয়ারপার্সনের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। চেয়ারপার্সন তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন এবং এই ভূমিকায় তাঁর অবদানের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন। বর্ষীয়ান সংসদ সদস্যদের সঙ্গে পরামর্শ করে, চেয়ারপার্সন তাৎক্ষণিকভাবে লোকসভায় তৃণমূলের নতুন চিফ হুইপ হিসেবে ডঃ কাকলি ঘোষ দস্তিদার এবং লোকসভায় তৃণমূলের নতুন ডেপুটি লিডার শতাব্দী রায়কে মনোনীত করেছেন।'

 


 

POST A COMMENT
Advertisement