কালীঘাটে গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী, গাড়ি নিয়ে পুলিশকে ধাক্কার তদন্তে ফাঁস পরিচয়কলকাতার কালীঘাটে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটে সদানন্দ রোডে, যেখানে অভিযুক্ত আজাদ শেখ তাঁর গাড়ি দিয়ে ধাক্কা মারেন নেতাজিনগর থানার এক এএসআই-কে। গুরুতর আহত পুলিশকর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিকভাবে অভিযুক্ত নিজেকে উত্তর ২৪ পরগনার বাসিন্দা বললেও, জাল নথি ও মিথ্যা তথ্যের জেরে তদন্তে উঠে আসে—তিনি বাংলাদেশি নাগরিক। অবৈধভাবে তিনি ভারতে ছিলেন প্রায় দু’বছর। বর্তমানে কালীঘাট থানায় তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছিল, বছর একচল্লিশের ওই ব্যক্তি উত্তর ২৪ পরগনা জেলার বাসিন্দা। কিন্তু তাঁর কিছু নথি খতিয়ে দেখে সন্দেহ হয় পুলিশের। দেখা যায় অধিকাংশ নথিই জাল। পুলিশের কাছে দেওয়া বয়ানেও মিথ্যা তথ্য দিয়েছেন তিনি। পরবর্তী পুলিশি তদন্তে উঠে আসে যে, ওই ব্যক্তি আদতে বাংলাদেশের নাগরিক। আগেই গ্রেফতার হওয়া ওই ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেয় কালীঘাট থানা। আজা়দের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
এই ঘটনায় অভিযুক্ত আজা়দের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। তার ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করে পুলিশ। গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন ওই পুলিশকর্মী। তাঁর বাঁ পা ভেঙে যায়। মুখ এবং হাতের কব্জিতেও চোট লাগে। ওই পুলিশকর্মীকে প্রথমে এসএসকেএম, পরে কলকাতার অন্য একটি হাসপাতালে ভর্তি করানো হয়।