Diwali 2022: কালীপুজোয় মাঝরাত পর্যন্ত মেট্রো, কালও বিশেষ ট্রেন; রইল সূচি

এবারের দুর্গাপুজোয় অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে মেট্রো রেল। পঞ্চমী থেকে দশমী পর্যন্ত মেট্রোতে সওয়ার হয়েছিলেন ৩৯ লাখ ২০ হাজার ৭৮৯ জন যাত্রী। যার ফলে মেট্রোর মোট আয় দাঁড়ায় ৬ কোটি ০৬ লাখ ৯৪ হাজার ৫৬ টাকা। এবার কালীপুজোতেও মাঝরাত পর্যন্ত পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। সেই কারণে সোমবার বাড়ান হচ্ছে মেট্রো পরিষেবা।

Advertisement
কালীপুজোয় মাঝরাত পর্যন্ত মেট্রো, কালও বিশেষ ট্রেন; রইল সূচি
হাইলাইটস
  • কালীপুজো উপলক্ষ্যে বহু মানুষ দক্ষিণেশ্বর কালী মন্দিরে যান
  • কালীপুজোতে মাঝরাত পর্যন্ত চলবে মেট্রো

এবারের দুর্গাপুজোয় অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে মেট্রো রেল। পঞ্চমী থেকে দশমী পর্যন্ত মেট্রোতে সওয়ার হয়েছিলেন ৩৯ লাখ ২০ হাজার ৭৮৯ জন যাত্রী। যার ফলে  মেট্রোর মোট আয় দাঁড়ায় ৬ কোটি ০৬ লাখ ৯৪ হাজার ৫৬ টাকা। এবার কালীপুজোতেও মাঝরাত পর্যন্ত পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। সেই কারণে সোমবার বাড়ান হচ্ছে মেট্রো পরিষেবা।

কালীপুজোতে মাঝরাত পর্যন্ত চলবে মেট্রো
কালীপুজো উপলক্ষ্যে বহু মানুষ দক্ষিণেশ্বর কালী মন্দিরে  যান। তাই স্বাভাবিকভাবেই এই দিন মেট্রো করে দক্ষিণেশ্বর পৌঁছনোহ বে অনেক সহজে ও অল্প সময়ে । তাই যাত্রীদের ভিড় সামাল দিতে নর্থ সাউথ মেট্রো করিডরে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত বাড়তি ১২টি মেট্রো চালানো হবে আজকে । অর্থাৎ ২৪ অক্টোবর ১২টি স্পেশাল (৬টি আপ ৬টি ডাউন) মেট্রো চালানো হবে মাঝরাত পর্যন্ত । মেট্রো রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুসারে,  কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর স্টেশনের মাঝে এই ট্রেনগুলি চালানো হবে। ছয়টি আপ ও ছয়টি ডাউন ট্রেন। জানা যাচ্ছে, ওইদিন রাতে এই বিশেষ ট্রেনগুলির প্রথম ট্রেনটি কবি সুভাষ থেকে রাত ৯টা ৫৪ মিনিটে আর দক্ষিণেশ্বর থেকে রাত ৯টা ৪৮ মিনিটে ছাড়বে। সেদিন সারাদিন এবং মাঝরাত পর্যন্ত চলবে ২০০টি মেট্রো (১০০টি আপ ও ১০০টি ডাউন) । দিনের প্রথম মেট্রো মিলবে সকাল ৬টা ৫০ মিনিটে এবং দিনের শেষ মেট্রো মিলবে ২৫ অক্টোবর রাত ১টা ৫মিনিট পর্যন্ত ।  দু’টি স্টেশন থেকেই শেষ বিশেষ ট্রেন রাত ১২টায়।

২৫ অক্টোবরও 
কালীপুজোর পরের দিনে মঙ্গলবার দীপাবল উপলক্ষে বেশি মেট্রো চলবে ৷ ২৫ অক্টোবর সারাদিন চলবে ১৮৮টি মেট্রো (৯৪টি আপ ও ৯৪টি ডাউন) । দিনের প্রথম মেট্রো মিলবে সকাল ৬টা৫০ মিনিটে এবং দিনের শেষ মেট্রো মিলবে রাত ১০টা ৩৫মিনিটে । কলীপুজো এবং দীপাবলির দু’দিনই মেট্রো রেলের নিয়মিত পরিষেবা শুরু হবে সকাল ৬টা ৫০ মিনিটে। 

Advertisement

 ইস্ট ওয়েস্ট মেট্রো করিডরেও বাড়ল ট্রেনের সংখ্যা
২৪ অক্টোবর ইস্ট ওয়েস্ট মেট্রো করিডরে  চলবে ৭২টি মেট্রো। ২৫ অক্টোবর অর্থাৎ দিওয়ালির  দিন এই রুটে চলবে ৯০টি মেট্রো।  মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, ২৪ অক্টোবর অর্থাৎ কালীপুজোর দিন আপ এবং ডাউনে ৩৬টি করে মেট্রো চলবে। এই পরিষেবা মিলবে ইস্ট ওয়েস্ট করিডরে। সকাল ৭টা বেজে ৫৫ মিনিটে মিলবে প্রথম পরিষেবা। কালীপুজোর দিন ইস্ট ওয়েস্ট রুটে শেষ মেট্রো ছাড়বে রাত ৮টায়। ২০ মিনিট অন্তর মেট্রো মিলবে এদিন। দিওয়ালি উপলক্ষে ইস্ট ওয়েস্ট রুটে চলবে ৯০টি মেট্রো। আপ এবং ডাউন লাইনে চলবে ৪৫টি করে মেট্রো। ২০ মিনিট অন্তর মিলবে পরিষেবা। ওইদিন শিয়ালদা থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫৫ মিনিটে। সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদাগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায়। শিয়ালদা থেকে শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৯টা বেজে ৩৫ মিনিটে। সেক্টর ফাইভ থেকে শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৯টা বেজে ৪০ মিনিটে।

ভাইফোঁটাতেও বিশেষ ট্রেন
ভাইফোঁটা উপলক্ষে বাড়তি ট্রেন চালানোর কথা ঘোষণা করল কলকাতা মেট্রো। ভাইফোঁটার দিন যাত্রীদের সুবিধার্থে আপ ডাউন মিলিয়ে ১১৭টি করে মোট ২৩৪টি ট্রেন চলবে। ইস্ট-ওয়েস্ট মেট্রো চালাবে মোট ৯০টি ট্রেন। রবিবার দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৭ অক্টোবর ভাইফোঁটার দিন কবি সুভাষ থেকে দমদম এবং দমদম থেকে কবি সুভাষের প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫০ মিনিটে। দমদম থেকে দক্ষিণেশ্বরের প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫৫ মিনিটে। এ ছাড়া, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রোটি ছাড়বে সকাল ৭টায়। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের শেষ মেট্রোটি ভাইফোঁটার দিন ছাড়বে রাত ৯টা ২৮ মিনিটে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো ছাড়বে রাত সাড়ে ৯টায়। দমদম থেকে কবি সুভাষ এবং কবি সুভাষ থেকে দমদমের শেষ মেট্রো সে দিন ছাড়বে রাত ৯টা ৪০ মিনিটে। ইস্ট-ওয়েস্ট মেট্রোর ক্ষেত্রে ভাইফোঁটার দিন ২০ মিনিট অন্তর অন্তর ট্রেন চলবে বলে জানিয়েছে মেট্রোরেল। শিয়ালদহ থেকে সল্টলেক যাওয়ার জন্য সে দিন প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫৫ মিনিটে। সল্টলেক থেকে শিয়ালদহগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায়। ভাইফোঁটার দিন শিয়ালদহ থেকে সল্টলেকের শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৩৫ মিনিটে। সল্টলেক থেকে শিয়ালদহের শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪০ মিনিটে।

 

POST A COMMENT
Advertisement