কলকাতার মণ্ডপ দেখতে সাধারণ মানুষের আকর্ষণ থাকে। তবে এবার সব প্য়ান্ডেলকে টেক্কা দিতে পারে কল্যাণীর লুমিনাস ক্লাবের পুজো প্যান্ডেল। অনেকে বলছেন, এটাই এবারের পুজোর সব থেকে বড় প্যান্ডেল।
পুজোর বাকি আরও কয়েকদিন। তবে এখন থেকেই সেখানে ভিড় জমতে শুরু হয়েছে। আনুষ্ঠানিকভাবে এখনও উদ্বোধন হয়নি এই মন্ডপের। সাধারণের জন্য খোলা হয়নি মন্ডপের দরজা। তাতে কী ? হাজার হাজার মানুষ প্রতিদিন ভিড় করছেন এখানে।
চিনের ম্যাকাওয়ের গ্র্যান্ড হোটেল ক্যাসিনো লিসবোয়ার আদলে তৈরি করা হয়েছে চলতি বছরের লুমিনাস ক্লাবের পুজো প্যান্ডেল। গত বৃহস্পতিবার এই পুজো ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই সাধারণ মানুষ জানতে উৎসুক, কবে থেকে খুলবে এই মন্ডপের দরজা?
জানা গেছে, সোমবার বিকেলেই এই মন্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। এদিন থেকেই দর্শকরা মন্ডপ পরিদর্শন করতে পারবেন।
পুজোর বেশ কয়েক মাস আগে থেকেই রটে যায়, এবার লুমিনাস ক্লাব চিনের ম্যাকাওয়ের গ্র্যান্ড হোটেল ক্যাসিনো লিসবোয়ার আদলে মন্ডপ করবে। সেই থেকে সাধারণ মানুষের উৎসাহের অন্ত ছিল না। প্যান্ডেলের বাঁশ ফেলার সময় থেকেই সেখানে হাজির হতে শুরু করেন অসংখ্য ইউটিউবার। জেলা থেকেও মানুষ যেতে শুরু করে। সোমবার প্যান্ডেল খুলে দেওয়ার পর সেখানে হাজার হাজার দর্শনার্থীর ভিড় হবে বলে আশা করছেন উদ্যোক্তারা।
তবে শুধু প্যান্ডেল নয়। পুজো কমিটির তরফে জানানো হয়েছে,চিনের ম্যাকাওয়ের গ্র্যান্ড হোটেল ক্যাসিনো লিসবোয়ার মতোই মন্ডপের আলোকসজ্জা করা হচ্ছে। এর আগে শোনা গিয়েছিল, মুখ্যমন্ত্রীর উদ্বোধনের পরই মন্ডপ সাধারণের জন্য খুলে দেওয়া হবে। তবে আলোকসজ্জার কাজ সম্পন্ন না হওয়ায় সোমবার মন্ডপ খোলার কথা।
প্রসঙ্গত, গতবার দুবাইয়ের টুইন টাওয়ারের আদলে মন্ডপ বানিয়েছিল এই পুজো কমিটি। তবে ভিড় সামাল দিতে তাদের হিমশিম খেতে হয়। ছোটোখাটো দুর্ঘটনাও হয়। এবার যাতে তেমন কিছু না হয় তা নিয়ে সজাগ এই মন্ডপ কর্তৃপক্ষ।