এসএসসি দুর্নীতিকাণ্ডে গ্রেফতার মধ্যশিক্ষা পর্যদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করে সিবিআই। ৬ ঘণ্টা জিজ্ঞাসাদের পর তাঁকে গ্রেফতার করা হয়। বাগ কমিটির রিপোর্টেও তাঁর নাম ছিল কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের।
বৃহস্পতিবার সকালেই মধ্যশিক্ষা পর্যদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় ডেকে পাঠায় সিবিআই। নিজাম প্যালেসে দীর্ঘ ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। সূত্রের খবর, বেশকিছু বিষয়ে সন্তোষজনক উত্তর দিতে পারেননি তিনি। তারপরেই গ্রেফতার করা হয় কল্যাণময়কে। সন্ধ্যায় তাঁকে মেডিক্যাল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় এসএসকেএম-এ।
প্রসঙ্গত, স্কুলে শিক্ষক ও কর্মী নিয়োগ মামলায় দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ রয়েছে কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে। তাঁর নির্দেশে বেআইনি নিয়োগপত্র তৈরি হয়েছিল বলে জানায় কলকাতা হাইকোর্টের নির্দেশে তৈরি প্রাক্তন বিচারপতি রঞ্জিতকুমার বাগের কমিটি। সেই মামলাতেই কল্যাণকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। তারপরও পর্ষদের সভাপতি পদে তিনি থাকায় প্রশ্ন ওঠে বিভিন্নমহলে। এরপর গত ২৩ জুন কল্যাণকে সরিয়ে দেয় নবান্ন। ওই পদে আসেন রামানুজ গঙ্গোপাধ্যায়।
প্রায় ৬ বছর মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ছিলেন কল্যাণময়। ২০১৬ সাল ওই পদে বসানো হয় তাঁকে। সিবিআই সূত্রে খবর, তাঁর আমলে এসএসসি-র নিয়োগ সংক্রান্ত দুর্নীতির বিষয়ে প্রশ্ন করা হয়েছিল কল্যাণময়কে। নিয়োগের ক্ষেত্রে কোনও সুপারিশ আসত কি না, এলে তা কোথা থেকে আসত বা কারা সেই নির্দেশ দিতেন, সেই প্রশ্নও করা হয় কল্যাণময়কে। কিন্তু সেই সমস্ত প্রশ্নের কোনও সন্তোষজনক জবাব দিতে পারেননি মধ্যশিক্ষা পর্যদের প্রাক্তন সভাপতি। তারপরেই তাঁকে গ্রেফতার করা হয়।