যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আরজি কর কাণ্ডের প্রতিবাদ মিছিলে ‘কাশ্মীর মাঙ্গে আজ়াদি’ স্লোগান ওঠায় উদ্বেগ ছড়িয়েছে। দায়ের হয়েছে এফআইআর। জানা যাচ্ছে, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে ইতিমধ্যেই ঘটনাটির প্রাথমিক রিপোর্ট পাঠানো হয়েছে দিল্লিতে। রবিবার রাতের মিছিলের ভিডিও বিশ্লেষণ করে স্লোগানকারীদের পরিচয়, তাদের উদ্দেশ্য এবং ওই স্লোগান কোনো ষড়যন্ত্রমূলক উদ্দেশ্যে দেওয়া হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
মিছিলটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে ‘তিলোত্তমার বিচার চাই’ এবং ‘উই ডিমান্ড জাস্টিস’ ব্যানার নিয়ে সংগঠিত হয়। সেখানে হঠাৎ ‘কাশ্মীর মাঙ্গে আজ়াদি’ স্লোগান উঠলে গোয়েন্দারা বিষয়টি নিবিড় পর্যবেক্ষণে নেন। এই ঘটনায় কলকাতা পুলিশের তরফে পাটুলি থানায় দেশদ্রোহিতার অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে। সূত্রের খবর, এই স্লোগান দেওয়ার সঙ্গে জড়িত ১৫-২০ জনকে চিহ্নিত করা হয়েছে এবং তাদের ছবি ও বিস্তারিত তথ্য সমেত রিপোর্ট পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকে।
জানা যাচ্ছে, জম্মু ও কাশ্মীরে তৃতীয় দফার ভোটগ্রহণের সময়েই কলকাতায় এমন স্লোগান ওঠায় কেন্দ্রীয় সরকারের উদ্বেগ বেড়েছে। তদন্তকারীরা যাচাই করছেন, এই স্লোগানের পেছনে কোনও কাশ্মীরি সংগঠনের সঙ্গে যোগাযোগ রয়েছে কি না। কারণ ৩৭০ এবং ৩৫এ অনুচ্ছেদ বাতিলের পর কাশ্মীরে প্রথমবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে, আর এই সময় পশ্চিমবঙ্গে এমন রাষ্ট্রবিরোধী স্লোগান কেন্দ্রকে ভাবিয়ে তুলেছে।