scorecardresearch
 

KK Death : KK-র মৃত্যু নিয়ে মমতার সরকারকে কাঠগড়ায় তুললেন দিলীপ

সংগীত শিল্পী KK-র মৃত্যু নিয়ে ক্রমশ চড়ছে রাজনৈতিক পারদ। নজরুল মঞ্চে গায়কের মৃত্যুর ঘটনায় এবার মুখ খুললেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।

Advertisement
ফাইল ছবি ফাইল ছবি
হাইলাইটস
  • সংগীত শিল্পী KK-র মৃত্যু নিয়ে ক্রমশ চড়ছে রাজনৈতিক পারদ
  • এবার মুখ খুললেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ
  • KK-র মৃত্যুর জন্য কার্যত রাজ্য় সরকারকে দুষলেন তিনি

সংগীত শিল্পী KK-র মৃত্যু নিয়ে ক্রমশ চড়ছে রাজনৈতিক পারদ। নজরুল মঞ্চে গায়কের মৃত্যুর ঘটনায় এবার মুখ খুললেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। KK-র মৃত্যুর জন্য কার্যত রাজ্য় সরকারকে দুষলেন তিনি। 

দিলীপ ঘোষের কথায়, 'তারকাদের যথাযথ সুরক্ষা দিতে ব্যর্থ এই প্রশাসন। প্রশাসনের কোনও নিয়ন্ত্রণ  ছিল না। চূড়ান্ত অব্যবস্থা এই ধরনের পরিস্থিতি তৈরি করেছিল। প্রশাসনের দায়িত্ব এই ধরনের সেলেবদের সুরক্ষা দেওয়া। তারা তা পারেনি।'

বিজেপি সাংসদের আরও সংযোজন, 'এমন গরমে AC বন্ধ হয়ে যাওয়ার পর হলের ভিতরের অবস্থা কল্পনা করুন। আমি জানি না যে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন কিনা। তবে তাঁর মৃত্যু হয়েছে। আসলে সরকারের কোনও নিয়ন্ত্রণ নেই।' 

অনুষ্ঠান মঞ্চে কেকে
অনুষ্ঠান মঞ্চে কেকে

প্রসঙ্গত, প্রয়াত গতকাল রাতে কেকে নজরুল মঞ্চে অনুষ্ঠান চলাকালীন অসুস্থ বোধ করেন। তাঁকে হোটেলে ফিরিয়ে আনা হয়। সেখান থেকে তাঁকে সিএমআরআই-তে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। 

তবে অভিযোগ নজরুল মঞ্চে যে সংখ্যক দর্শকাসন ছিল তার দ্বিগুণ লোক এসেছিল। ফলে এসি বন্ধ করে দিতে হয়। তার মধ্যেই গান করেন কেকে। প্রত্যক্ষদর্শীদের একাংশের মতে, বারবার রুমাল দিয়ে মুখ মুছছিলেন কেকে। জলও খান। তিনি যে অস্বস্তি অনুভব করছেন তা বোঝা যাচ্ছিল। 

কেকে-র জন্ম ১৯৬৮ সালের ২৩ অগাস্ট দিল্লিতে। সংগীত জগতে কেকে নামে পরিচিত হলেও তাঁর আসল নাম কৃষ্ণকুমার কুন্নথ (Krishnakumar Kunnath)। দিল্লিতেই প্রাথমিক শিক্ষা। তারপর দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজ থেকে স্নাতক হন। মিউজিক্যাল কেরিয়ার ১৯৯৯ সালে প্রথম প্রকাশিত হয় কেকের একক অ্যালবাম 'পল'।

প্রথম অ্যালবামেই বিপুল জনপ্রিয়তা পান কেকে। অ্যালবামের টাইটেল ট্র্যাকটি মানুষের মুখে মুখে ফিরতে শুরু করে। ওই বছরই 'হাম দিল দে চুকে সনম' ছবিতে 'তরপ তরপ' গানটি তাঁর পায়ের তলার মাটি শক্ত করে দেয় বলিউডে। যদিও তাঁর ২ বছর আগে, অর্থাৎ ১৯৯৭ সালেই এ আর রহমানের হাত ধরে প্রথম প্লে ব্যাকে সুযোগ পান তিনি। পরবর্তী সময়ে হিন্দির পাশাপাশি অন্যান্য ভাষাতেও প্রচুর গান গেয়েছেন  সংগীত পরিচালক প্রীতম চক্রবর্তীর সঙ্গে কে কে-র টিউনিং বিশেষভাবে পছন্দ ছিল শ্রোতাদের।

Advertisement

Advertisement