scorecardresearch
 

KMC Election : চলছে ভোট, বুথের বাইরে পড়ল বোমা, আতঙ্কে ছু়টল মানুষ

KMC Election: ভোট চলার সময় একটি বুথের বাইরে বোমা মারা হয় বলে অভিযোগ। এই ঘটনা ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায়। বেলেঘাটা এলাকায় খান্না স্কুলের কাছে।

Advertisement
বেলেঘাটায় বোমা মারা হয়েছে বলে অভিযোগ (প্রতীকী ছবি) বেলেঘাটায় বোমা মারা হয়েছে বলে অভিযোগ (প্রতীকী ছবি)
হাইলাইটস
  • ভোট চলার সময় বুথের বাইরে পড়ল বোমা
  • আর এই ঘটনায় আতঙ্ক ছড়াল তীব্র
  • বেলেঘাটা এলাকায় খান্না স্কুলের কাছে

KMC Election: ভোট চলার সময় পড়ল বোমা। আর এই ঘটনায় আতঙ্ক ছড়াল তীব্র। রবিবার এমনই ছবি দেখল কলকাতায়। এ দিন কলকাতায় পুর ভোট ছিল। আর সে সময়ে একটি বুথের বাইরে বোমা মারা হয় বলে অভিযোগ। এই ঘটনা ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায়। বেলেঘাটা এলাকায় খান্না স্কুলের কাছে।

সকালে বোমাবাজি
পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর কলকাতার ৩৬ নম্বর ওয়ার্ডে খান্না হাই স্কুলের সামনের ঘটনা। সেখানে সকাল দশটা নাগাদ একটি বুথের দুটি বোমা মারা হয়। তীব্র শব্দ এলাকা কেঁপে ওঠে।

প্রবল আতঙ্ক
আর এর ফলে আতঙ্কিত হয়ে পড়েন মানুষজন। যাঁরা ভোট দিতে এসেছিলেন, যাঁরা ভোট দিতে যাচ্ছিলেন এবং যাঁরা বাড়িতে ছিলেন সবাই খুব ভয় পেয়ে যান। 

সে সময় ওই বুথে সেখানে বেশ কয়েকজন ভোটার উপস্থিত ছিলেন কিন্তু এই বোমাবাজির ঘটনার পর তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে আর তারা এদিক-সেদিক ছড়িয়ে ছিটিয়ে পড়েন।

 

Advertisement