scorecardresearch
 

যত্র-তত্র পার্কিংয়ে এবার মেসেজ পাঠাবে পুরসভাও, ফি শুধু অনলাইনেই

কলকাতা পুরসভা (Kolkata municipal corporation) এপ্রিল থেকে শুধুমাত্র পয়েন্ট-অফ-সেল (POS) মেশিনের মাধ্যমে গাড়ি পার্কিং ফি নেবে। মেয়র পরিষদ দেবাশিস কুমার একথা জানিয়েছেন। পার্কিং বিভাগের দায়িত্বে থাকা দেবাশিস বলেন, ডিজিটাল পেমেন্ট সিস্টেম চালু হয়ে গেলে কোনো নগদ লেনদেন হবে না।

Advertisement
হাইলাইটস
  • কলকাতা পুরসভা (Kolkata municipal corporation) এপ্রিল থেকে শুধুমাত্র পয়েন্ট-অফ-সেল (POS) মেশিনের মাধ্যমে গাড়ি পার্কিং ফি নেবে।
  • মেয়র পরিষদ দেবাশিস কুমার একথা জানিয়েছেন।

কলকাতা পুরসভা (Kolkata municipal corporation) এপ্রিল থেকে শুধুমাত্র পয়েন্ট-অফ-সেল (POS) মেশিনের মাধ্যমে গাড়ি পার্কিং ফি নেবে। মেয়র পরিষদ দেবাশিস কুমার একথা জানিয়েছেন। পার্কিং বিভাগের দায়িত্বে থাকা দেবাশিস বলেন, ডিজিটাল পেমেন্ট সিস্টেম চালু হয়ে গেলে কোনো নগদ লেনদেন হবে না।

এপ্রিল থেকে পুরসভা রাতে রাস্তায় বেআইনিভাবে পার্ক করা গাড়ি আটকাতে ক্ল্যাম্প ব্যবহার বন্ধ করবে। পরিবর্তে গাড়ির মালিকদের কাছে টেক্সট বার্তা আসবে। অনেকটা পুলিশ যা করে। পুরসভা টেক্সট মেসেজ পাঠাতে সক্ষম হওয়ার জন্য পরিবহন বিভাগকে VAHAN ডেটা অ্যাক্সেসের জন্য বলেছে। পুরসভার এক আধিকারিক জানিয়েছেন, VAHAN হল যানবাহনের একটি সর্বভারতীয় ডেটাবেস।

আগামী (আর্থিক) বছর থেকে সমস্ত গাড়ি পার্কিং ফি শুধুমাত্র POS মেশিনের মাধ্যমে সংগ্রহ করা হবে। পার্কিং ব্যবস্থাপনা এবং ফি আদায়ের জন্য এজেন্সিগুলোকে পার্কিং বে বরাদ্দের নতুন দরপত্র প্রণয়ন করা হয়েছে। দর জমা দেওয়া হয়েছে এবং পুরসভা শীঘ্রই বরাদ্দ শুরু করবে।

একবার নতুন এজেন্সিগুলিকে গাড়ি পার্কিংয়ের দায়িত্ব দেওয়া হলে, তাদের POS মেশিনের মাধ্যমে ফি সংগ্রহ শুরু করতে হবে। কোন নগদ সংগ্রহ করা যাবে না। পুরসভার লক্ষ্য-১ এপ্রিল কলকাতা জুড়ে POS মেশিনের মাধ্যমে সংগ্রহ শুরু করা। 
পুরসভা জানুয়ারি মাসে ৬১টি রাস্তায় গাড়ি পার্কিং ফি সংগ্রহের জন্য POS মেশিন চালু করেছিল। মঙ্গলবার বাজেট অধিবেশনে দেবাশিস কুমার জানান, পার্কিংয়ের ফি অনলাইনে নেওয়া শুরু হবে। কেএমসি এস-পার্কিং নামে একটি মোবাইল ফোন অ্যাপও চালু করেছে, যা যেকোনও ফাঁকা পার্কিং স্লট সম্পর্কে তথ্য দেবে।

আরও পড়ুন-সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়ে কম করে ১৫০, জানালেন মন্ত্রী

পার্কিংয়ের ফি ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে দেওয়া যেতে পারে। POS মেশিনের মাধ্যমে UPI টাকা দেওয়া যাবে। কেউ যদি ডিজিটাল পেমেন্টে পারদর্শী না হন, তবে তিনি পরিচিত, বন্ধু বা পরিবারের সদস্যের ফোন নম্বর শেয়ার করতে পারেন। পার্কিং অ্যাটেনডেন্ট একটি লিঙ্ক-সহ ফোন নম্বরে একটি পাঠ্য বার্তা পাঠাবে। সেই লিঙ্কে ক্লিক করে টাকা দেওয়া যাবে।

Advertisement

দেবাশিস কুমার জানিয়েছেন, পুরসভা রাতে অবৈধভাবে পার্ক করা যানবাহনের টায়ারে ক্লাম্ব লাগানো বন্ধ করবে। কারণ শুরু হবে মেসেজে জরিমানা পাঠানোর পদ্ধতি। একজন আধিকারিক বলেছেন যে, রাতের পার্কিংয়ের জন্য পুরসভাকে ফি না দিয়ে রাতে রাস্তাগুলিতে পার্ক করা যানবাহনগুলি সনাক্ত করতে প্রায়শই অভিযান চালানো হয়। রাতে রাস্তায় গাড়ি পার্ক করার জন্য পুরসভাকে অবশ্যই একটি ফি দিতে হবে।

পুরসভা এখন রাতে রাস্তায় অবৈধভাবে পার্ক করা গাড়ির টায়ারে ক্ল্যাম্প লাগায়। তাতে মানুষের সমস্যা হচ্ছে। তাই ওই পদ্ধতি আর করা হবে না। এবার থেকে জরিমানার মেসেজ যাবে ফোনে। জরিমানা না দিলে সেই গাড়ির রিনিউ বা বিক্রি করা যাবে না।

 

Advertisement