KMC: শিবরাম চক্রবর্তীর নামে রাস্তার নামকরণ হচ্ছে কলকাতায়, কোন এলাকায় ?

মুক্তারাম বাবু স্ট্রিটের একটি মেসেই থাকতেন বিখ্যাত একজন বাঙালি। শিবরাম চক্রবর্তী। যিনি নিজের নাম লিখতে শিব্রাম। পানিংয়ের জন্য তিনি খুবই বিখ্যাত। তিনি যেই মেসে থাকতেন, সেখানে এখন অন্ধকার একটা গলি। কলকাতা পুরসভার ঠিকানায় তা ১৩৪, মুক্তারাম বাবু স্ট্রিট।

Advertisement
শিবরাম চক্রবর্তীর নামে রাস্তার নামকরণ হচ্ছে কলকাতায়, কোন এলাকায় ?শিবরাম চক্রবর্তী। ফাইল ছবি
হাইলাইটস
  • মুক্তারাম বাবু স্ট্রিটের একটি মেসেই থাকতেন বিখ্যাত একজন বাঙালি।
  • শিবরাম চক্রবর্তী।

মুক্তারাম বাবু স্ট্রিটের একটি মেসেই থাকতেন বিখ্যাত একজন বাঙালি। শিবরাম চক্রবর্তী। যিনি নিজের নাম লিখতে শিব্রাম। পানিংয়ের জন্য তিনি খুবই বিখ্যাত। তিনি যেই মেসে থাকতেন, সেখানে এখন অন্ধকার একটা গলি। কলকাতা পুরসভার ঠিকানায় তা ১৩৪, মুক্তারাম বাবু স্ট্রিট। এখানেই মেসে থাকতেন বাংলা সাহিত্যের প্রবাদপ্রতিম লেখক শিবরাম চক্রবর্তী। নিজের লেখা রম‌্যরচনায় সে বাড়ি সমন্ধে শিবরাম লিখে গিয়েছেন, মুক্তারামে থেকে, তক্তারামে শুয়ে, শুক্তারাম খেয়েই তিনি শিবরাম হয়েছেন। 

এই ২০২৩ সালে ১২১ বছর পূর্তি হল শিবরামের। জন্মদিনে প্রয়াত লেখককে শ্রদ্ধা জানাতে চায় কলকাতা পুরসভা। তাই মুক্তারামবাবু স্ট্রিটের নাম বদলে করা হচ্ছে শিবরাম চক্রবর্তী স্ট্রিট। শুধু রাস্তা নয়, রাজ‌্য শিশু কিশোর অ‌্যাকাডেমির নামকরণও করা হোক বিখ‌্যাত লেখকের নামে। সূত্রের খবর, অ‌্যাকাডেমিতে সেই প্রস্তাব পাঠাচ্ছে কলকাতা পুরসভা। ১৯০৩ সালের ১৩ ডিসেম্বর কলকাতায় জন্মেছিলেন শিবরাম চক্রবর্তী। জীবনের বেশিরভাগ সময় যিনি কাটিয়েছেন মুক্তারামবাবু লেনের ওই মেসবাড়িতে। ওই মেসবাড়িতে বসেই তৈরি করেছেন ঘনাদা, হর্ষবর্ধন-গোবর্ধনের মতো একের পর এক কালজয়ী চরিত্র।

জানা যায়, মালদা জেলার চাঁচোলের রাজবাড়ির উত্তরাধিকারী লেখক শিবরাম পালিয়ে গিয়েছিলেন বাড়ি থেকে। পরে তা নিয়ে চলচ্চিত্র তৈরি করেন পরিচালক ঋত্বিক ঘটক। শোনা যায়, বরাবরই নাকি একই রঙের জামা পরতেন লেখক। ঘি রঙের সিল্কের শার্ট, শান্তিপুরি ধুতি আর পায়ে চপ্পল। ওই মেসেই  লেখকের মৃত‌্যু হয়। 

কলকাতা পুরসভা সূত্রে খবর, রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পুরসভার কাছে এই রাস্তার নাম বদলের প্রস্তাব দেন। শিক্ষামন্ত্রীর প্রস্তাবে উদ্যোগী হন খোদ কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তারপরেই সর্বসম্মতিক্রমে পাশ হয়ে যায় এই প্রস্তাব। 

 

POST A COMMENT
Advertisement