scorecardresearch
 

Jobs in KMC: কলকাতা পুরসভায় শতাধিক চাকরি, আবেদনের প্রক্রিয়া-যোগ্যতা বিস্তারিত

আচমকা কলকাতা পুরসভায় একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। রাজ্য সরকারের নগর উন্নয়ন ও মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স বিভাগের অনুমোদনের ভিত্তিতে পুরসভা এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। নেওয়া হবে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যানালিস্ট ও ডেপুটি অ্যানালিস্ট কর্মী। কীভাবে আবেদন করবেন, জেনে নিন।

Advertisement
ফাইল ছবি। ফাইল ছবি।
হাইলাইটস
  • আচমকা কলকাতা পুরসভায় একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।
  • রাজ্য সরকারের নগর উন্নয়ন ও মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স বিভাগের অনুমোদনের ভিত্তিতে পুরসভা এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে।

আচমকা কলকাতা পুরসভায় (KMC jobs) একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। রাজ্য সরকারের নগর উন্নয়ন ও মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স বিভাগের অনুমোদনের ভিত্তিতে পুরসভা (jobs in kolkata) এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। নেওয়া হবে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যানালিস্ট ও ডেপুটি অ্যানালিস্ট কর্মী। কীভাবে আবেদন করবেন, জেনে নিন।

KMC Recruitment: কোথায় আবেদন করা যাবে ?
www.mscwb.org -এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে চাকরিপ্রার্থীদের।
কোন পদে কত নিয়োগ ?
Sub-Assistant Engineer (সিভিল) ৬৭
Sub-Assistant Engineer (ইলেক্ট্রিক্যাল) ১০
Assistant Analyst ৫
Deputy Analyst (মাইক্রোবায়োলজি) ২
Sub-Assistant Engineer (মেকানিক্যাল) ১০

বেতন কাঠামো

এই পদে নিযুক্ত চাকরিপ্রার্থীরা ROPA 2019 এর সংশোধিত বেতন ম্যাট্রিক্স অনুযায়ী বেতন পাবেন।
আবেদনের বয়সসীমা
বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।

আবেদনের ফি

U.R ও O.B.C প্রার্থীদের জন্য আবেদনের জন্য ১৫০ টাকা (প্লাস প্রসেসিং চার্জ) ৫০ টাকা মোট ২০০ টাকা। SC, S.T ও P.W.D প্রার্থীদের শুধু প্রসেসিং চার্জের ৫০ টাকা দিতে হবে। 

অনলাইনে আবেদন শুরুর তারিখ: 31-03-2023
অনলাইনে ফি জমা ও আবেদনের শেষ তারিখ: 30-04-2023

কীভাবে আবেদন করতে হবে

অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীদের মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট দেখতে হবে। 

আরও পড়ুন-মে মাসে প্রাইমারি শিক্ষক নিয়োগের ইন্টারভিউ শেষ, নিয়োগ কবে?

 

Advertisement