Weather Update: বাংলার আকাশে গভীর নিম্নচাপ, দিনভর দফায় দফায় চলবে ঝড়বৃষ্টি

গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন ওড়িশার উত্তর দিকে তৈরি ঘূর্ণাবর্তের প্রভাবে তৈরি হয়েছে নিম্নচাপ। আর সে কারণেই ঘন কালো মেঘ দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গে। সোমবার সকাল থেকেই আকাশের মুখ ভার। নিম্নচাপের জেরে দিনভর দফায় দফায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কোন কোন জেলায় বৃষ্টি চলবে কত দিন? রইল আবহাওয়ার লেটেস্ট আপডেট...

Advertisement
বাংলার আকাশে গভীর নিম্নচাপ, দিনভর দফায় দফায় চলবে ঝড়বৃষ্টিআবহাওয়ার আপডেট
হাইলাইটস
  • সোমবার সকাল থেকেই আকাশের মুখ ভার
  • দিনভর দফায় দফায় বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে
  • কোন কোন জেলায় কত দিন চলবে বৃষ্টি?

ফের বাংলার আকাশে নিম্নচাপ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন ওড়িশার উত্তর দিকে যে ঘূর্ণাবর্ত রয়েছে, তার প্রভাবেই এই নিম্নচাপটি তৈরি হয়েছে। এর সরাসরি প্রভাব পড়ছে দক্ষিণবঙ্গে। ফলস্বরূপ উত্তর ও দক্ষিণবঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় দফায় দফায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গে গভীর নিম্নচাপ

রবিবার সকাল সাড়ে ৮টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আকাশে নিম্নচাপটি তৈরি হয়েছে। আবহবিদদের অনুমান, এই ঘূর্ণাবর্ত আগামী ৩ দিনের মধ্যে ধীর গতিতে হলেও আরও বেশ কিছুটা পশ্চিম দিকে সরে প্রথমে ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ের দিকে এগিয়ে যাবে। একটি নিম্নচাপ ও তার খুব কাছাকাছির মধ্যে একটি ঘূর্ণাবর্ত ছাড়াও দেশের পশ্চিম প্রান্ত থেকে একটি মৌসুমি অক্ষরেখাও বাংলার দিকে ক্রমশ বিস্তৃত হয়ে ওয়েদার সিস্টেমকে আরও শক্তিশালী করে তুলেছে বলেই জানিয়েছে হাওয়া অফিস। এই অক্ষরেখাটি সুরতগড়, সিরসা, দিল্লি, লখনউ, বেনারস, ডালটনগঞ্জ, বাঁকুড়া এবং দিঘা হয়ে উত্তর বঙ্গোপসাগরে এসে মিশেছে। দক্ষিণবঙ্গের উপর তৈরি ঘূর্ণাবর্ত, নিম্নচাপ এবং পশ্চিম ভারতের মৌসুমি অক্ষরেখাটিও ওই দক্ষিণবঙ্গের উপর দিয়েই অগ্রসর হওয়ায় গোটা দক্ষিণবঙ্গের আকাশেই ঘন কালো মেঘ জমেছে।

কোথায় কোথায় বৃষ্টি

সোমবার দক্ষিণবঙ্গের ১৫টি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির (৭–১১ সেন্টিমিটার) সতর্কতা থাকছে। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং তার সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। মঙ্গলবার বিকেল থেকে দক্ষিণবঙ্গের পরিস্থিতি কিছুটা ঠিক হবে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ট

কলকাতার আবহাওয়া

কলকাতার অধিকাংশ জায়গায় সোমবার সকালেও আকাশ মেঘলা। বৃষ্টির কারণে তাপমাত্রা কম আছে শহরে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। সোমবারও তাপমাত্রায় তেমন কোনও পরিবর্তন আসবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গেও বৃষ্টি

নিম্নচাপের প্রভাব শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও পড়েছে। সোমবার ও মঙ্গলবার বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন জেলাগুলোয় অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার ও মঙ্গলবার। বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে বলেই জানা গিয়েছে।

Advertisement

POST A COMMENT
Advertisement