scorecardresearch
 

Kolkata Archaeology: দমদমে মাটি খুঁড়তেই মিলল সিরাজউদ্দৌল্লার আমলের বিশাল কামান, দেখুন

কলকাতা মাটিতে আড়াইশো বছর ধরে পোঁতা ছিল নবাবি কামান। মাটি খুঁড়তেই বেরিয়ে এল। দমদমের কাছেই। দমদম যশোর রোডের মোড় থেকে উদ্ধার হল নবাব সিরাজউদৌল্লার আমলের বিশাল আকৃতির কামান। মাটি খুঁড়ে অনেক চেষ্টা করেও পাঁচ ফুটের পর আর বের করা যায়নি। বাকি অংশ মাটির নীচেই আছে। 

Advertisement
ছবি ফেসবুক থেকে সংগৃহীত। ছবি ফেসবুক থেকে সংগৃহীত।
হাইলাইটস
  • কলকাতা মাটিতে আড়াইশো বছর ধরে পোঁতা ছিল নবাবি কামান।
  • মাটি খুঁড়তেই বেরিয়ে এল।

কলকাতা মাটিতে আড়াইশো বছর ধরে পোঁতা ছিল নবাবি কামান। মাটি খুঁড়তেই বেরিয়ে এল। দমদমের কাছেই। দমদম যশোর রোডের মোড় থেকে উদ্ধার হল নবাব সিরাজউদৌল্লার আমলের বিশাল আকৃতির কামান। মাটি খুঁড়ে অনেক চেষ্টা করেও পাঁচ ফুটের পর আর বের করা যায়নি। বাকি অংশ মাটির নীচেই আছে। 

রাজ্য সরকারের অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল অ্যান্ড অফিসিয়াল ট্রাস্টি বিপ্লব রায় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, হয়তো মাটির নীচে আরও কিছুটা কামানের অংশ রয়েছে। বাকি অংশও তাঁরা মাটি খুঁড়ে বের করবেন। যা মনে হচ্ছে, এটিই হবে কলকাতার সবচেয়ে বড় কামান। সমৃদ্ধ করবে বাংলার ইতিহাস।

আরও পড়ুন-ছাগলের আড়ালে লক্ষ লক্ষ নগদ-কোটি টাকার ড্রাগ, সল্টলেকে মহিলা সহ ধৃত ২

তিনি আরও জানান, নবাব আমলের ১০ ফুটের কামান কলকাতায় আগে কখনও পাওয়া যায়নি। পাশাপাশি এও জানান, কামানটি উদ্ধারের পর মিউজিয়ামে সংরক্ষণ করা হবে। সাধারণ মানুষের জন্য প্রদর্শন করা হবে।

রাস্তার ধারে বহুবছর ধরে দেখা যায় এই কামানের সামনের অংশটা। কিন্তু নিচে তা কতটা গভীর তা এতদিন জানা যায়নি। বিপ্লব রায়ই এই কামান উদ্ধারের উদ্যোগ নিয়েছেন। বুধবার সকালে তিনি এবং কামান বিশেষজ্ঞ অমিতাভ কারকুন পৌঁছে যান ঘটনাস্থলে। পুলিশি পাহারায় মাটি খোঁড়া শুরু হয়। অবশেষে মাটির আস্তরণ বেরিয়ে আসে সেই কামান।

 

Advertisement