Safest City Kolkata: দেশের মধ্যে সবচেয়ে নিরাপদ শহর কলকাতা, টানা ৪ বার 'রেকর্ড'

এই নিয়ে টানা ৪ বার নিরাপদতম শহরের তকমা পেল শহর কলকাতা। যদিও তা নিয়েও শাসক এবং বিরোধী দলের মধ্যে তীব্র কটাক্ষ, পাল্টা কটাক্ষ শুরু হয়েছে। NCRB-র লেটেস্ট ক্রাইম রিপোর্ট কী কী পরিসংখ্যান তুলে ধরল?

Advertisement
দেশের মধ্যে সবচেয়ে নিরাপদ শহর কলকাতা, টানা ৪ বার 'রেকর্ড'শহর কলকাতা
হাইলাইটস
  • টানা ৪ বার নিরাপদতম শহর কলকাতা
  • NCRB রিপোর্টে কলকাতার পরিসংখ্যান
  • শাসক এবং বিরোধী দলের মধ্যে শুরু তর্জা

এই নিয়ে চতুর্থবার, দেশের মধ্য সবচেয়ে নিরাপদ শহরের তকমা পেল কলকাতা। জাতীয় অপরাধ পরিসংখ্যান ব্যুরো (NCRB) সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, বাংলার রাজধানী শহরই বর্তমানে দেশের মধ্যে নিরাপদতম। তৃণমূল কংগ্রেসের পক্ষব থেকে ঢালাও প্রচার করা হচ্ছে এই ইস্যুতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই কলকাতা লাগাতার ৪ বছর ধরে নিরাপদতম শহরের তকমা পাচ্ছে, তা উল্লেখ করে গর্বিত পোস্ট করছেন দলের নেতা-নেত্রীরা। তালিকায় রয়েছে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষরা। 

সাগরিকা ঘোষ লিখেছেন, 'তৈরি করা মিথ্যে, ভুয়ো খবর ও ঘৃণামূলক প্রচার সত্ত্বেও কলকাতা চতুর্থবারের জন্য দেশের নিরাপদতম শহর বলে NCRB-র প্রকাশিত রিপোর্টে উঠে এসেছে।' কুণাল ঘোষ বলেছেন, 'কলকাতা নিরাপদতম। আবার। জয় বাংলা।'

এদিকে, BJP-র পক্ষ থেকে এই মর্মে বিরোধিতা করা হয়েছে। দলের সোশ্যাল মিডিয়ায় পেজে তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষকে তীব্র আক্রমণ করে বলা হয়েছে, 'কীভাবে হেডলাইন বিক্রি করে আপনি সাংসদ হয়েছেন, তা আমরা জানি। আপনার রাজ্য সরকার কীভাবে তথ্য বিকৃত করে, তাও আমাদের জানা। অর্ধেক সত্য রিপোর্ট হওয়া সত্ত্বেও আমাদের বাংলার কী অবস্থা দেখুন। বাংলার বাইরে বসে বাংলার সম্পর্কে কোনও ভাষণ দিতে আসবেন না।'

উল্লেখ্য, ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (NCRB)-র ২০২৩ সালের রিপোর্ট অনুযায়ী, প্রতি লক্ষ জনসংখ্যায় অপরাধের মাত্রা কলকাতায় সবচেয়ে কম। কলকাতায় প্রতি লক্ষে অপরাধের সংখ্য়া ৮৩.৯%। ২০ লক্ষ জনসংখ্যার ১৯টি শহরের মধ্যে সব থেকে কম অপরাধের ঘটনা ঘটেছে কলকাতাতেই। পাশাপাশি অপরাধ দমনে কলকাতার পদস্থ পুলিশ কর্তাদের প্রযুক্তির ব্যবহার ও সূক্ষ্ম এবং দুর্দান্ত দক্ষতার কথাও উল্লেখ করা হয়েছে NCRB রিপোর্টে। 

তবে অপরাধের নিরিখে সবচেয়ে খারাপ অবস্থা কেরলের কোচি 
শহরের। সেখানে প্রতি লক্ষ জনবসতিতে অপরাধের সংখ্যা ৩ হাজার ৩১৯২.৪। এছাড়াও তালিকায় পিছনের সারিতে রয়েছে দিল্লি (২১০৫.৩) এবং সুরাত (১৩৭৭.১)। 

প্রথম দিকে, কলকাতার পরেই রয়েছে হায়দরাবাদ (৩৩২.৩), পুনে (৩৩৭.১) এবং মুম্বই (৩৫৫.৪)। 

Advertisement

মহিলাদের বিরুদ্ধে অপরাধের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমেছে কলকাতায়। ২০২৩ সালে কলকাতায় মহিলাঘটিত অপরাধ ঘটেছিল ১ হাজার ৭৪৬টি। নারী নির্যাতনে প্রতি লক্ষে শহরের হার হল ২৫.৭। যা দেশের মধ্যে তৃতীয়। প্রথমে রয়েছে চেন্নাই (১৭.৩) ও কোয়েম্বাতুর (২২.৭)। 

তবে NCRB-র রিপোর্টই বলছে,২০২৩ সালে কলকাতায় প্রাপ্তবয়স্কদের ১০টি ধর্ষণের ঘটনা ঘটেছিল। ২০২২ ও ২০২১ সালে যা ছিল ১১। নাবালিকা ধর্ষণের ঘটনা ঘটেছিল ১৭২। ১৯টি শহরের মধ্যে কলকাতা এক্ষেত্রে দশম স্থানে রয়েছে। 

 

POST A COMMENT
Advertisement