Kolkata Book Fair: বইমেলায় থাকছে 'বিশ্ব হিন্দু বার্তা'র স্টল, জানিয়ে দিল গিল্ড

বিশ্ব হিন্দু পরিষদকে বইমেলায় স্টল দেওয়া হবে না বলে আগেই জানিয়েছিল গিল্ড। তবে, ‘বিশ্ব হিন্দু বার্তা’ নামে আবেদন জমা দেওয়ার পর তাদের ২৪৯ নম্বর স্টল বরাদ্দ করা হয়েছে। এমনটাই জানালেন গিল্ডের সেক্রেটারি ত্রিদিব চট্টোপাধ্যায়। অর্থাৎ প্রকাশনা সংস্থার নামে আবেদন করাতেই স্টল বরাদ্দ।

Advertisement
বইমেলায় থাকছে 'বিশ্ব হিন্দু বার্তা'র স্টল, জানিয়ে দিল গিল্ডবইমেলায় বিশ্ব হিন্দু বার্তাকে স্টল গিল্ডের।

বিশ্ব হিন্দু পরিষদকে বইমেলায় স্টল দেওয়া হবে না বলে আগেই জানিয়েছিল গিল্ড। তবে, ‘বিশ্ব হিন্দু বার্তা’ নামে আবেদন জমা দেওয়ার পর তাদের ২৪৯ নম্বর স্টল বরাদ্দ করা হয়েছে। এমনটাই জানালেন গিল্ডের সেক্রেটারি ত্রিদিব চট্টোপাধ্যায়। অর্থাৎ প্রকাশনা সংস্থার নামে আবেদন করাতেই স্টল বরাদ্দ।

গিল্ডের অবস্থান

সেক্রেটারি ত্রিদিব চট্টোপাধ্যায় জানান, গিল্ড কোনও রাজনৈতিক দল বা ধর্মীয় সংগঠনকে সরাসরি স্টল দেয় না। তিনি উদাহরণ দিয়ে বলেন, 'আমরা বিজেপিকে স্টল দিইনি, তবে ভারতীয় জনবার্তাকে দিয়েছি। একইভাবে, তৃণমূল কংগ্রেসকে না দিয়ে ‘জাগো বাংলা’ এবং সিপিআইএমকে না দিয়ে ‘গণশক্তি’কে স্টল দেওয়া হয়েছে। কংগ্রেসকেও স্টল দেওয়া হয়নি, তবে কংগ্রেস বার্তাকে স্টল দেওয়া হয়েছে।'

বিশ্ব হিন্দু পরিষদ বনাম গিল্ড

ত্রিদিব চট্টোপাধ্যায় জানান, বিশ্ব হিন্দু পরিষদ গিল্ডের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল। তবে পরে তা খারিজ হয়ে যায়। গিল্ড তাদের অবস্থানে অনড় ছিল যে কোনও ধর্মীয় বা রাজনৈতিক সংগঠন সরাসরি স্টল পাবে না। তবে, বিশ্ব হিন্দু বার্তার নামে আবেদন জমা দিলে তা গ্রহণ করা হবে। 

২৪৯ নম্বর স্টল পেল 'বিশ্ব হিন্দু বার্তা'

ত্রিদিব চট্টোপাধ্যায় বলেন, 'বিশ্ব হিন্দু বার্তা নামে আবেদন জমা দেওয়ার পর, আমরা তাদের আবেদন গ্রহণ করেছি এবং ২৪৯ নম্বর স্টল বরাদ্দ করেছি।' তিনি আরও জানান, অত্যন্ত ভালো জায়গায় এই স্টলটি বরাদ্দ করা হয়েছে।

ওয়াকিবহাল মহল বলছে, এই সিদ্ধান্তের মাধ্যমে গিল্ড এটাই স্পষ্ট করে দিল যে, তারা নিরপেক্ষ অবস্থান বজায় রাখছে এবং কোনও ধর্মীয় বা রাজনৈতিক দলের ছায়া থেকে বইমেলা আলাদা রাখার চেষ্টায় সক্রিয়।

SEO মেটাট্যাগস:
Title: বইমেলায় বিশ্ব হিন্দু বার্তাকে স্টল, গিল্ডের অবস্থান স্পষ্ট
Description: বইমেলায় বিশ্ব হিন্দু বার্তা পেল ২৪৯ নম্বর স্টল। গিল্ডের সেক্রেটারি ত্রিদিব চট্টোপাধ্যায় স্পষ্ট করলেন গিল্ডের অবস্থান।
Keywords: বইমেলা ২০২৫, বিশ্ব হিন্দু পরিষদ, বিশ্ব হিন্দু বার্তা, ত্রিদিব চট্টোপাধ্যায়, গিল্ড স্টল বিতর্ক, বইমেলা স্টল বরাদ্দ

POST A COMMENT
Advertisement