Kolkata Dengue: কলকাতায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৫০৯, সাত এলাকায় 'হাই রিস্ক'

শহরে ফের বাড়ছে ডেঙ্গির প্রকোপ। কলকাতা পুরসভার সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, মাত্র দু'সপ্তাহে ১২৯ জন নতুন আক্রান্ত যোগ হওয়ায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৫০৯ জনে। ২৪ অগাস্ট পর্যন্ত এই সংখ্যা ছিল ৩৮০। পুরসভা সূত্রে খবর, ডেঙ্গি বাড়তে শুরু করেছে।

Advertisement
কলকাতায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৫০৯, সাত এলাকায় 'হাই রিস্ক'
হাইলাইটস
  • শহরে ফের বাড়ছে ডেঙ্গির প্রকোপ। কলকাতা পুরসভার সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, মাত্র দু'সপ্তাহে ১২৯ জন নতুন আক্রান্ত যোগ হওয়ায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৫০৯ জনে।
  • ২৪ অগাস্ট পর্যন্ত এই সংখ্যা ছিল ৩৮০।

শহরে ফের বাড়ছে ডেঙ্গির প্রকোপ। কলকাতা পুরসভার সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, মাত্র দু'সপ্তাহে ১২৯ জন নতুন আক্রান্ত যোগ হওয়ায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৫০৯ জনে। ২৪ অগাস্ট পর্যন্ত এই সংখ্যা ছিল ৩৮০।
পুরসভা সূত্রে খবর, ডেঙ্গি বাড়তে শুরু করেছে। তুলনামূলকভাবে গত বছর একই সময়ে ২,৭৯১ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছিলেন। আর ২০২৪ সালে এই সময়ে আক্রান্তের সংখ্যা ছিল ৩৭০। যদিও সংখ্যার বিচারে এবার অবস্থা কিছুটা নিয়ন্ত্রণে আছে, তবে বাড়তে থাকা সংক্রমণ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

মৃত্যুর ঘটনা
এই বছর ইতিমধ্যেই তিনজনের মৃত্যু হয়েছে ডেঙ্গিতে।
৯ অগাস্ট: বালিগঞ্জ সানি পার্কের ৭৫ বছর বয়সী স্বরূপ মুখার্জি জ্বরে আক্রান্ত হয়ে মারা যান।
১৪ অগাস্ট: বেহালা পর্ণশ্রীর গাবতলা লেনের ৩৫ বছর বয়সী অরিজিৎ দাসের মৃত্যু হয়।
এর আগে, ২১ জুন: দমদম ক্যান্টনমেন্টের ১৩ বছরের সারণী বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয় ডেঙ্গিতে।

ঝুঁকিপূর্ণ এলাকা
জানুয়ারি থেকে আক্রান্তের হার বিবেচনা করে পুরসভা ৭টি ওয়ার্ডকে ডেঙ্গি-ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে
বালিগঞ্জের সানি পার্ক ও কুইন্স পার্ক
লেক গার্ডেন
তপসিয়া
পিকনিক গার্ডেন
খিদিরপুর
যোধপুর পার্ক
ভবানীপুরের কিছু অংশ

পুরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, ডেঙ্গি মোকাবেলায় জোর দেওয়া হচ্ছে ঘরে ঘরে পরিদর্শন এবং সচেতনতামূলক প্রচারে। প্রতিটি পাড়ায় জল জমা প্রতিরোধের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে। 

 

POST A COMMENT
Advertisement