Kolkata Durga idol immersion: বিসর্জনে লরির মাথায় উঠে বসেছিলেন, হাইটবারে ধাক্কা খেয়ে মৃত্যু বেহালার যুবকের

দুর্গাপ্রতিমার বিসর্জনের আনন্দ মুহূর্তেই পরিণত হল মৃত্যুশোকে। বৃহস্পতিবার রাতে আলিপুরের চিড়িয়াখানার কাছে ঘটে ভয়াবহ দুর্ঘটনা। বেহালার বাসিন্দা উৎসব চট্টোপাধ্যায়, যিনি পেশায় ড্রামার ছিলেন। বিসর্জনের লরির মাথায় বসে ছিলেন। ঠিক তখনই লরি হাইটবারের নীচ দিয়ে যাওয়ার সময় তাঁর মাথা ধাক্কা খায় এবং গুরুতর জখম হন তিনি।

Advertisement
বিসর্জনে লরির মাথায় উঠে বসেছিলেন, হাইটবারে ধাক্কা খেয়ে মৃত্যু বেহালার যুবকেরপ্রতীকী ছবি।
হাইলাইটস
  • দুর্গাপ্রতিমার বিসর্জনের আনন্দ মুহূর্তেই পরিণত হল মৃত্যুশোকে।
  • বৃহস্পতিবার রাতে আলিপুরের চিড়িয়াখানার কাছে ঘটে ভয়াবহ দুর্ঘটনা।

দুর্গাপ্রতিমার বিসর্জনের আনন্দ মুহূর্তেই পরিণত হল মৃত্যুশোকে। বৃহস্পতিবার রাতে আলিপুরের চিড়িয়াখানার কাছে ঘটে ভয়াবহ দুর্ঘটনা। বেহালার বাসিন্দা উৎসব চট্টোপাধ্যায়, যিনি পেশায় ড্রামার ছিলেন। বিসর্জনের লরির মাথায় বসে ছিলেন। ঠিক তখনই লরি হাইটবারের নীচ দিয়ে যাওয়ার সময় তাঁর মাথা ধাক্কা খায় এবং গুরুতর জখম হন তিনি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটে রাত প্রায় ১১টা নাগাদ, যখন উৎসব ও তাঁর পাড়ার বন্ধুরা প্রতিমা নিয়ে বাবুঘাটের দিকে যাচ্ছিলেন। হঠাৎ চিড়িয়াখানার সামনে হাইটবারে ধাক্কা লাগে। সঙ্গে সঙ্গে লরি থামানো হলেও, রক্তাক্ত অবস্থায় উৎসবকে দ্রুত এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাঁকে বাঁচাতে পারেননি।

উৎসবের সহযাত্রীরা অভিযোগ করেছেন, দুর্ঘটনার মূল কারণ পর্যাপ্ত আলোর অভাব। তাঁদের দাবি, রাস্তার হাইটবারের সামনে পর্যাপ্ত আলোকসজ্জা থাকলে হয়তো বিপদটি এড়ানো যেত। দুর্ঘটনার পরে পুলিশ হাইটবার ও রাস্তার আলোর অবস্থাও খতিয়ে দেখছে।

এদিকে, দুর্ঘটনার পর থেকে বেহালার পাড়ায় নেমে এসেছে শোকের ছায়া। উৎসবের পরিবার এখনও থানায় আনুষ্ঠানিক অভিযোগ করেনি। তবে কলকাতা পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার কলকাতা ও শহরতলির বেশিরভাগ পুজোমণ্ডপ থেকেই প্রতিমা নিরঞ্জন সম্পন্ন হয়েছে। বাবুঘাটে সেই বিসর্জনের জন্য বিশেষ নজরদারির ব্যবস্থা ছিল। যদিও কিছু বড় পুজো রবিবার রেড রোডে কার্নিভাল শেষে বিসর্জন দেবে।

 

POST A COMMENT
Advertisement