Kolkata Arms Recover : কলকাতায় অটো থেকে উদ্ধার বোমা-গুলি; চাঞ্চল্য

গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে অটোটিতে অভিযান চালায় হরিদেবপুর থানা পুলিশ। সূত্রের খবর, ওই অটোটি রাস্তায় পার্ক করা ছিল। সেই অটো থেকে প্রচুর পরিমাণ অস্ত্র উদ্ধার হয়।

Advertisement
কলকাতায় অটো থেকে উদ্ধার বোমা-গুলি; চাঞ্চল্য ছবিটি প্রতীকী
হাইলাইটস
  • খাস কলকাতায় উদ্ধার বোমা-গুলি
  • এক পরিত্যক্ত অটো খেকে উদ্ধার হয় এগুলি
  • যা নিয়ে ছড়িয়েছে চাঞ্চল্য

খাস কলকাতায় উদ্ধার বোমা-গুলি। শুক্রবার মাঝরাতে হরিদেবপুরে মহাত্মা গান্ধি রোডে দাঁড়িয়ে থাকা এক পরিত্যক্ত অটো খেকে উদ্ধার হয় এগুলি। যা নিয়ে চাঞ্চল্য ছড়ায়। 

গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে অটোটিতে অভিযান চালায় হরিদেবপুর থানা পুলিশ। সূত্রের খবর, ওই অটোটি রাস্তায় পার্ক করা ছিল। সেই অটো থেকে প্রচুর পরিমাণ অস্ত্র উদ্ধার হয়। আর তারপরই পুলিশ বাহিনী ঘটনাস্থল ঘিরে ফেলে। 

পুলিশ সূত্রে খবর, অটোর ভেতরে বেশ কয়েকটি ব্যাগে তাজা বোমা পাওয়া গেছে। সেগুলিকে উদ্ধার করা হয়। বোমার সঙ্গে দুটি কার্তুজ ও একটি বন্দুকও উদ্ধার হয়। তবে কারা অটোতে অস্ত্র রেখেছিল তা এখনও জানা যায়নি। 

আরও পড়ুন : পেট্রল-ডিজেলের দাম কমল না বাড়ল? জানুন আজকের রেট

পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্ত শুরু হয়েছে। কে বা কারা এই বোমা রেখেছে তা খতিয়ে দেখা হচ্ছে। অটোর মালিককেও খোঁজা হচ্ছে। কেন অস্ত্র মজুত করা হয়েছিল, কারা এর সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। 

প্রসঙ্গত, সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে বেআইনি অস্ত্র কারখানার সন্ধান পাওয়া গিয়েছিল। দক্ষিণ ২৪ পরগনার কুলতলির আন্ধারিয়া গ্রামে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করেছিল স্থানীয় থানার পুলিশ। 

 

POST A COMMENT
Advertisement