কালীপুজোর রাতে ফের সামনে এল নিষিদ্ধ বাজি ব্যবহারের ছবি। হাইকোর্টের স্পষ্ট নির্দেশ এবং প্রশাসনের কঠোর নজরদারির পরেও থামানো গেল না শব্দবাজির তাণ্ডব। তবে আশার কথা, কলকাতা পুলিশের দাবি অনুযায়ী, গত বছরের তুলনায় এবছর শহরে শব্দদূষণের মাত্রা কিছুটা কম।
কলকাতা পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে শহরজুড়ে ৫২২ কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার করা হয়েছে। শুধু তাই নয়, রাত ১১টার মধ্যে ১০০ জনেরও বেশি ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে অধিকাংশের বিরুদ্ধেই বাজি সংক্রান্ত অভিযোগ রয়েছে।
এছাড়াও, ট্র্যাফিক আইন ভঙ্গ, অভব্য আচরণ, ও জুয়া খেলার অভিযোগে গ্রেফতার করা হয়েছে অন্তত ৫০ জনকে। মঙ্গলবার সকালে সাংবাদিক সম্মেলনে কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা বলেন, ;ধৃতদের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'
হাইকোর্টের নির্দেশ অনুসারে, এবছর কালীপুজোয় শুধুমাত্র সবুজ বাজি ফাটানোর অনুমতি ছিল, তাও রাত ৮টা থেকে ১০টার মধ্যে। স্পষ্টভাবে জানানো হয়েছিল যে, শব্দবাজি পুরোপুরি নিষিদ্ধ। কিন্তু বাস্তবে বহু এলাকায় সেই নির্দেশ মানা হয়নি।
কলকাতার একাধিক এলাকায়, সল্টলেক, বেলগাছিয়া, গড়িয়া, নিউটাউন, টালিগঞ্জে রাত বাড়তেই উচ্চমাত্রার শব্দবাজির অভিযোগ উঠে আসে।
দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের (WBPCB) দেওয়া এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) অনুযায়ী, রাত ৯টায়:
বালিগঞ্জ: ৮৫
বিধাননগর: ৭৭
ফোর্ট উইলিয়াম: ৭৩
যাদবপুর: ১০৬
ভিক্টোরিয়া মেমোরিয়াল: ১৪০
রাত ১১টায় সেই মান বেড়ে দাঁড়ায়:
বালিগঞ্জ: ১০৪
বিধাননগর: ৯৮
ফোর্ট উইলিয়াম: ৭৬
যাদবপুর: ১২৪
ভিক্টোরিয়া মেমোরিয়াল: ১৫৩