Kolkata medical College hospital: কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে উদ্ধার রোগীর ঝুলন্ত দেহ

শুক্রবার ভোরে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে উদ্ধার হল এক রোগীর ঝুলন্ত দেহ। মৃতের নাম মনোরঞ্জন বিশ্বাস (৪৮)। হুগলীর বাসিন্দা এই ব্যক্তিকে ৮ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি করা হয়। ২৪ ফেব্রুয়ারি তাঁর মেরুদণ্ডে অস্ত্রপচার করা হয়েছিল বলে জানা যাচ্ছে। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

Advertisement
কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে উদ্ধার রোগীর ঝুলন্ত দেহপ্রতীকী ছবি।
হাইলাইটস
  • শুক্রবার ভোরে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে উদ্ধার হল এক রোগীর ঝুলন্ত দেহ।
  • মৃতের নাম মনোরঞ্জন বিশ্বাস (৪৮)।

শুক্রবার ভোরে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে উদ্ধার হল এক রোগীর ঝুলন্ত দেহ। মৃতের নাম মনোরঞ্জন বিশ্বাস (৪৮)। হুগলীর বাসিন্দা এই ব্যক্তিকে ৮ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি করা হয়। ২৪ ফেব্রুয়ারি তাঁর মেরুদণ্ডে অস্ত্রপচার করা হয়েছিল বলে জানা যাচ্ছে। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

হাসপাতাল সূত্রে খবর, গ্রিন বিল্ডিংয়ে অর্থোপেডিক (Orthopedic) বিভাগে ভর্তি ছিলেন তিনি। শৌচাগারের মাঝে দমকলের জলের পাইপে ওই রোগীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মানসিক অবসাদের জেরে আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান হাসপাতাল কর্তৃপক্ষের। ওয়ার্ডে নজরদারি বাড়াতে ৫ থেকে ৬ সদস্যের কমিটি গঠনের কথা জানিয়েছেন কলকাতা মেডিক্যালের উপাধ্যক্ষ।

হাসপাতাল সূত্রে খবর, মনোরঞ্জনের পার্কিনসনস-এর সমস্যা ছিল। ডিপ্রেশনও ছিল তাঁর। কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের অনুমান, ডিপ্রেশনেই আত্মঘাতী হয়েছেন চিকিৎসাধীন ওই রোগী। 

আরও পড়ুন-নিয়োগ দুর্নীতিতে এবার গ্রেফতার হুগলির যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়

 

POST A COMMENT
Advertisement