Kolkata Metro: শুক্রবার ৫২টি মেট্রো বাতিল, প্রথম ও শেষ ট্রেন কখন? দেখুন টাইম টেবিল

কাল, শুক্রবার কলকাতা মেট্রোর নীল লাইন, অর্থাৎ দমদম থেকে কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর পর্যন্ত দৈনিক পরিষেবা কমিয়ে ২৩৬টি করা হয়েছে। বর্তমান ২৮৮টি পরিষেবা থেকে ৫২টি পরিষেবা কমিয়ে ১১৮টি আপ এবং ১১৮টি ডাউন ট্রেন চালানো হবে। তবে যাত্রীরা সকালে প্রথম পরিষেবা এবং রাতে শেষ পরিষেবার সময়সূচিতে কোনও পরিবর্তন দেখতে পাবেন না।

Advertisement
শুক্রবার ৫২টি মেট্রো বাতিল, প্রথম ও শেষ ট্রেন কখন? দেখুন টাইম টেবিলকলকাতা মেট্রো
হাইলাইটস
  • কাল, শুক্রবার কলকাতা মেট্রোর নীল লাইন, অর্থাৎ দমদম থেকে কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর পর্যন্ত দৈনিক পরিষেবা কমিয়ে ২৩৬টি করা হয়েছে।
  • বর্তমান ২৮৮টি পরিষেবা থেকে ৫২টি পরিষেবা কমিয়ে ১১৮টি আপ এবং ১১৮টি ডাউন ট্রেন চালানো হবে।

কাল, শুক্রবার কলকাতা মেট্রোর নীল লাইন, অর্থাৎ দমদম থেকে কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর পর্যন্ত দৈনিক পরিষেবা কমিয়ে ২৩৬টি করা হয়েছে। বর্তমান ২৮৮টি পরিষেবা থেকে ৫২টি পরিষেবা কমিয়ে ১১৮টি আপ এবং ১১৮টি ডাউন ট্রেন চালানো হবে। তবে যাত্রীরা সকালে প্রথম পরিষেবা এবং রাতে শেষ পরিষেবার সময়সূচিতে কোনও পরিবর্তন দেখতে পাবেন না।

প্রথম ও শেষ মেট্রো পরিষেবা
প্রথম মেট্রো পরিষেবা যথারীতি চালু থাকবে:

দমদম থেকে কবি সুভাষ: সকাল ৬:৫০
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর: সকাল ৬:৫০
দমদম থেকে দক্ষিণেশ্বর: সকাল ৬:৫৫
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ: সকাল ৭:০০
রাতের শেষ পরিষেবাও অপরিবর্তিত থাকবে:

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ: রাত ৯:২৮
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর: রাত ৯:৩০
দমদম থেকে কবি সুভাষ: রাত ৯:৪০
কবি সুভাষ থেকে দমদম: রাত ৯:৪০
এছাড়া, বিশেষ রাতের পরিষেবা রাত্রি ১০:৪০-এ কবি সুভাষ এবং দমদম স্টেশন থেকে বরাবরের মতো পাওয়া যাবে।

অন্যান্য লাইনগুলোতে স্বাভাবিক পরিষেবা
ব্লু লাইনে সাময়িক পরিবর্তন থাকলেও গ্রিন লাইন-১, গ্রিন লাইন-২, পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনে যথারীতি স্বাভাবিক মেট্রো পরিষেবা পাওয়া যাবে।

 

POST A COMMENT
Advertisement