scorecardresearch
 

Kolkata Merto: মেট্রোয় ব্যাগে মদ-মাংস নিয়ে উঠলে কী হবে? জেনে নিন

কলকাতা মেট্রোয় মদ নিয়ে ওঠা বা মদ্যপান করে যাত্রার ক্ষেত্রে কড়া আইন রয়েছে। সাধারণ রেলের সঙ্গে মেট্রো রেলের কিছুটা তফাত রয়েছে এবিষয়ে। মেট্রোয় এমনিতেই বড় লাগেজ নিয়ে ওঠা যায় না। নিয়ে যাওয়া যায় না, কোনো দাহ্য পদার্থ। যেকারণে নিয়ে যাওয়া যায় না কোনও অ্যালকোহল জাতীয় পানীয়।

Advertisement
হাইলাইটস
  • কলকাতা মেট্রোয় মদ নিয়ে ওঠা বা মদ্যপান করে যাত্রার ক্ষেত্রে কড়া আইন রয়েছে।
  • সাধারণ রেলের সঙ্গে মেট্রো রেলের কিছুটা তফাত রয়েছে এবিষয়ে।

কলকাতা মেট্রোয় মদ নিয়ে ওঠা বা মদ্যপান করে যাত্রার ক্ষেত্রে কড়া আইন রয়েছে। সাধারণ রেলের সঙ্গে মেট্রো রেলের কিছুটা তফাত রয়েছে এবিষয়ে। মেট্রোয় এমনিতেই বড় লাগেজ নিয়ে ওঠা যায় না। নিয়ে যাওয়া যায় না, কোনো দাহ্য পদার্থ। যেকারণে নিয়ে যাওয়া যায় না কোনও অ্যালকোহল জাতীয় পানীয়।

কলকাতা মেট্রোর এক আধিকারিক জানিয়েছেন, মেট্রোয় মাংস, মদ, কোনও দাহ্য তরল বা পদার্থ নিয়ে ওঠা যায় না। মদ খেয়েও মেট্রোয় ওঠার নিয়ম নেই। ব্যাগে মদের বোতল নিয়েও মেট্রোয় সফর করা যায় না। ধরা পড়লে জেল-জরিমানা দুটিই হতে পারে। জরিমানা শুরু হয় ১ হাজার টাকা থেকে। 

এগুলো নিয়ে ওঠা যায় না মেট্রোয়
খুরপি
তরোয়াল
বড় ছুরি
বড় কাঁচি
মাংস
কুড়ুল
হাতুরি
বড় স্কু-ড্রাইভার
বারুদ
ডিনামাইট
বাজি
গ্রেনেড
প্লাস্টিক বিস্ফোরক
খেলনা বোমা-বন্দুক
জ্বালানি
কেরোসিন
মদ
ব্যাটারি

অন্যদিকে, দিল্লিতে মেট্রো স্টেশনেই মদের দোকান সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (DMRC) ৬টির বেশি মেট্রো স্টেশনে মদের দোকান খোলার ছাড়পত্র দিয়ে দিয়েছে দিল্লি কনসিউমার্স কোঅপারেটিভ হোলসেল স্টোর লিমিটেডকে (DCCWS)। যেগুলির মধ্যে রয়েছে বদরাপুর, দ্বারকা, কারোলবাগ, রাজৌরি গার্ডেন এবং মুন্ডকার মতো মেট্রো স্টেশনগুলি। কিন্তু কলকাতা মেট্রোর তরফে সেরকম কোনও পরিকল্পনা নেই। 

রাতের দিকে কলকাতা মেট্রোয় অনেকেই অফিস ফেরতা পথে বা কোনও অনুষ্ঠান শেষে মদ্যপান করে মেট্রো ধরেন। সেক্ষেত্রে চাইলেই মেট্রো কর্তৃপক্ষ পদক্ষেপ করতে পারে। আর মদ নিয়ে মেট্রোয় ওঠা তো রীতিমতো দণ্ডনীয় অপরাধ। কোনও যাত্রীর অভিযোগ পেলে বা কর্তব্যরত পুলিশকর্মীদের সন্দেহ হলেও ওইসব যাত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে বলে জানা গেছে।

অন্যদিকে, রেলের নতুন গাইডলাইন অনুযায়ী, রাত ১০টার পরে যদি কোনও যাত্রী খুব জোরে হই-হট্টগোল করেন, বা জোরে গান-বাজনা চালান কিংবা যদি খুব উচুস্বরে কথা বলেন, তাহলে ওই যাত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে ভারতীয় রেল। সেক্ষেত্রে ওই ট্রেনে থাকা টিকিট পরীক্ষক, অন বোর্ড স্টাফ, কেটারিং স্টাফ ও অন্যান্য রেল কর্মীদের সেই মতো সহযোগিতা করার কথাও বলা হয়েছে রেলের তরফে। ধুমপান বা মদ্যপান পুরোপুরি নিষিদ্ধ এবং লাইটার, দেশলাই বা অন্য কোনও দাহ্য বস্তুও ট্রেনে নিয়ে ওঠা যাবে না। কিন্তু অনেকের অভিযোগ, চলন্ত ট্রেনে ধূমপান বা মদ্যপান নিষিদ্ধ হলেও সেসবে কর্ণপাত না করে অনেকেই মদে চুমুক বা সিগারেটে টান দেন।

Advertisement

আরও পড়ুন-হাওড়া ব্রিজের ফাটল সারাতে বরাদ্দ ৩ কোটি টাকা, রাতে বন্ধ রাখতে চিঠি

 

 

Advertisement