Kolkata Metro: দক্ষিণেশ্বর পর্যন্ত সব মেট্রোর ভাবনা ফেল! আগের '৬ মিনিট' ফেরত চাইছেন যাত্রীরা

কলকাতা মেট্রোর পরিষেবা নিয়ে যাত্রীদের মধ্যে শুরু হয়েছে তীব্র বিতর্ক। সম্প্রতি মেট্রো কর্তৃপক্ষ দু’টি বড় সিদ্ধান্ত নিয়েছে। এক, প্রায় সব মেট্রো এখন থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাবে। দুই, দিনভর মেট্রো চলবে ৭ মিনিটের ব্যবধানে। সোমবার থেকে এই নতুন সূচি কার্যকর হয়েছে পরীক্ষামূলক ভাবে। তবে নতুন ব্যবস্থার কারণে অনেক যাত্রীই সমস্যার মুখে পড়েছেন, বিশেষত দমদম এবং তার পরবর্তী স্টেশন থেকে যাত্রা করা যাত্রীরা।

Advertisement
দক্ষিণেশ্বর পর্যন্ত সব মেট্রোর ভাবনা ফেল! আগের '৬ মিনিট' ফেরত চাইছেন যাত্রীরাকলকাতা মেট্রো
হাইলাইটস
  • কলকাতা মেট্রোর পরিষেবা নিয়ে যাত্রীদের মধ্যে শুরু হয়েছে তীব্র বিতর্ক।
  • সম্প্রতি মেট্রো কর্তৃপক্ষ দু’টি বড় সিদ্ধান্ত নিয়েছে।

কলকাতা মেট্রোর পরিষেবা নিয়ে যাত্রীদের মধ্যে শুরু হয়েছে তীব্র বিতর্ক। সম্প্রতি মেট্রো কর্তৃপক্ষ দু’টি বড় সিদ্ধান্ত নিয়েছে। এক, প্রায় সব মেট্রো এখন থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাবে। দুই, দিনভর মেট্রো চলবে ৭ মিনিটের ব্যবধানে। সোমবার থেকে এই নতুন সূচি কার্যকর হয়েছে পরীক্ষামূলক ভাবে। তবে নতুন ব্যবস্থার কারণে অনেক যাত্রীই সমস্যার মুখে পড়েছেন, বিশেষত দমদম এবং তার পরবর্তী স্টেশন থেকে যাত্রা করা যাত্রীরা।

যাত্রীদের অভিযোগ: ভিড় বাড়ছে, পরিষেবা কমছে
নতুন সূচি কার্যকর হওয়ার পর থেকে যাত্রীদের একটি বড় অংশ অভিযোগ করছেন, মেট্রো পরিষেবার সংখ্যা কমে যাওয়ায় ভিড় বেড়েছে। দমদম থেকে কবি সুভাষের পথে ব্যস্ত সময়ে মেট্রোয় তিলধারণের জায়গা থাকছে না। দমদম, গিরিশ পার্ক, পার্ক স্ট্রিট এবং এসপ্ল্যানেডের মতো স্টেশনে প্রচুর যাত্রী ট্রেনে উঠতে পারছেন না। অনেককে একাধিক মেট্রো ছেড়ে দিতে বাধ্য হতে হচ্ছে।

বেলগাছিয়ার রনজিৎ নন্দী জানালেন, ভিড়ের কারণে ট্রেনে উঠতে না পেরে তাঁকে উল্টোদিকে দক্ষিণেশ্বর গিয়ে সেখান থেকে চাঁদনি চক স্টেশনে আসতে হয়েছে। তাঁর মতে, আগের ৬ মিনিটের ব্যবধান ফিরিয়ে আনলে যাত্রীদের এই দুর্ভোগ অনেকটাই কমবে।

একই অভিজ্ঞতার কথা জানালেন ইপ্সিতা পাল। কালীঘাট স্টেশন থেকে এসপ্ল্যানেডে যাওয়ার পথে তিনি অফিসে দেরি করে পৌঁছেছেন। তাঁর মতে, অফিস টাইমে ৭ মিনিটের ব্যবধান ভিড় অনেকটাই বাড়াচ্ছে। 
পরিষেবা কমে ২৫০টি, কারণ ব্যাখ্যা মেট্রোর

মেট্রো সূত্রে জানা গিয়েছে, আগে যেখানে দিনে ২৮৮টি পরিষেবা দেওয়া হত, এখন তা কমে হয়েছে ২৫০টি। এর কারণ হিসেবে তাঁরা জানাচ্ছেন, মেট্রোগুলি আগে দমদমে যাত্রা শেষ করত। এখন সেগুলি দক্ষিণেশ্বর পর্যন্ত যাচ্ছে। এতে যাত্রাপথ বাড়ায় ট্রেন ঘুরে আসতে বেশি সময় লাগছে।

যাত্রীদের একাংশ সন্তুষ্ট
যদিও যাত্রীদের আরেকটি অংশ নতুন সূচিতে খুশি। প্রসেনজিৎ নন্দীর মতে, ব্যস্ত সময় বাদে আগে অনেক সময় ৮ থেকে ১২ মিনিটের ব্যবধানে মেট্রো মিলত। এখন ৭ মিনিটের ব্যবধান হওয়ায় অপেক্ষার সময় কমেছে।

Advertisement

মেট্রো কর্তৃপক্ষের বক্তব্য
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, শহরতলির যাত্রীদের কথা মাথায় রেখেই দক্ষিণেশ্বর থেকে প্রায় সব মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এটি পরীক্ষামূলক ভাবে চালু করা হয়েছে। যাত্রীদের প্রতিক্রিয়া বিবেচনা করেই ভবিষ্যতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

৬ মিনিটের ব্যবধান ফিরিয়ে আনার দাবি
তবে দমদম এবং তার পরবর্তী স্টেশন থেকে যাতায়াতকারী যাত্রীরা পরিষেবা বাড়ানোর দাবি তুলেছেন। তাঁরা মনে করেন, ৬ মিনিটের ব্যবধান ফিরিয়ে আনলে যাত্রীদের ভিড় এবং ভোগান্তি অনেকটাই কমবে।

মেট্রোর নতুন সূচি চালু হওয়ার পর যাত্রীদের সুবিধা এবং অসুবিধা নিয়ে বিতর্ক তুঙ্গে। ভবিষ্যতে মেট্রো কর্তৃপক্ষ কী সিদ্ধান্ত নেয়, তা এখন দেখার বিষয়।

 

POST A COMMENT
Advertisement