Kolkata Metro: মেট্রো স্টেশনে হলুদ লাইন টপকালেই দিতে হবে আর্থিক জরিমানা, বড় নির্দেশ

মেট্রো যাত্রীদের এই বিষয়ে সচেতন করার জন্য ঘোষণা, স্টেশনগুলিতে পোস্টার এবং এই ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য পরামর্শ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

Advertisement
মেট্রো স্টেশনে হলুদ লাইন টপকালেই দিতে হবে আর্থিক জরিমানা, বড় নির্দেশ গুণতে হবে কত টাকা ফাইন?

মেট্রো কর্তৃপক্ষ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ক্রমাগত বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করে চলেছেন। কেন্দ্রীয় নিয়ন্ত্রণ এবং স্টেশনগুলিতে নিযুক্ত মেট্রো কর্মীরা সিসিটিভি নজরদারি ব্যবস্থার মাধ্যমে স্টেশন এলাকায় এবং প্ল্যাটফর্মগুলিতে যাত্রীদের চলাচল পর্যবেক্ষণ করেন। স্টেশনের পাবলিক অ্যাড্রেস সিস্টেমের মাধ্যমে যাত্রীদের নিয়মিতভাবে অনুরোধ করা হয় যে ট্রেন আসার আগে প্ল্যাটফর্মের প্রান্তে হলুদ লাইন অতিক্রম না করার জন্য। কিন্তু দেখা গেছে যে বারবার অনুরোধ সত্ত্বেও স্টেশনে কোনও ট্রেন না থাকলে যাত্রীদের একটি অংশ অপ্রয়োজনীয়ভাবে হলুদ লাইন অতিক্রম করে।

এই প্রবণতা রোধ করার জন্য, মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ এখন নিয়ম না মানা  যাত্রীদের বিরুদ্ধে একটি বিশেষ অভিযান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। মেট্রো স্টেশনে অপ্রয়োজনীয়ভাবে হলুদ লাইন অতিক্রম করা একটি অনৈতিক  কার্যকলাপ হিসাবে বিবেচিত হবে এবং ০১.০৬.২০২৫ (রবিবার) থেকে ২৫০/- টাকা জরিমানা করা হবে।

মেট্রো যাত্রীদের এই বিষয়ে সচেতন করার জন্য ঘোষণা, স্টেশনগুলিতে পোস্টার এবং এই ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য পরামর্শ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্প্রতি প্ল্যাটফর্মের ধার ঘেঁষে চলার সময় অসতর্কে ট্র্যাকের উপরে পড়ে যাওয়ার কয়েকটি ঘটনা ঘটেছে ৷ তবে আরপিএফের সতর্কতায় বড় কোনও দুর্ঘটনা ঘটার আগেই ওই যাত্রীদের উদ্ধার করা হয় ৷ সময় মতো উদ্ধার না করা হলে বড়সড়ো বিপদ ঘটে যেতে পারত ৷ প্রাণহানির আশঙ্কাও থেকে যায় ৷ তাই প্ল্যাটফর্মে ট্রেন না-আসা পর্যন্ত আপ ও ডাউন লাইনে প্ল্যাটফর্ম বরাবর হলুদ লাইন অতিক্রম না-করার বার্তা দেওয়া হয় যাত্রীদের ৷ যাত্রীরা যেন প্ল্যাটফর্মে ট্রেন আসার পর ওই লাইনটি অতিক্রম করেন , যাত্রীদের এই বিষয়ে সচেতন করা হয় ৷ বিশেষত দিনের ব্যস্ত সময়ে প্ল্যাটফর্মে অসতর্কভাবে হাঁটাচলা করলে, তার পরিণতি মারাত্মক হতে পারে ৷

প্রসঙ্গত, প্ল্যাটফর্মে ট্রেন ঢুকলেই হুড়োহুড়ি পড়ে যায়। অনেকে ট্রেন ঢোকার আগে থেকেই উঁকিঝুঁকি মারেন। একেবারে লাইনের কাছ চলে যান। এটা বিপজ্জনক। যে কোনও সময় দূর্ঘটনা ঘটতে পারে। হলুদ লাইন যাত্রীদের সতর্ক করে দেয় যে সীমার মধ্যে দাঁড়াতে হবে। টপকালে বিপদ হতে পারে। বিপুল গতিতে দৌড়য় ট্রেন। তারপর ধীরে ধীরে গতি কমিয়ে প্ল্যাটফর্মে ঢোকে। কিন্তু সেটাও কম নয়। এই গতির কারণেই বাতাসে চাপ সৃষ্টি হয়। প্ল্যাটফর্ম ঘেঁষে দাঁড়ালে বাতাসের চাপের কারণে যাত্রীর ছিটকে পড়ার সম্ভাবনা থাকে। তাই হলুদ লাইন ভুলেও টপকাতে নেই।

Advertisement

POST A COMMENT
Advertisement