Kolkata Metro Service Update: পরপর চার রবিবারে বাড়তি মেট্রো পরিষেবা, স্বস্তি যাত্রীদের

Kolkata Metro Service Update: জানুয়ারি মাসের টানা চারটি রবিবার ৪, ১১, ১৮ ও ২৫ জানুয়ারি কলকাতা মেট্রোর ব্লু লাইন ও গ্রিন লাইনে বাড়তি পরিষেবা চালু করা হচ্ছে। যাত্রীদের ভিড় ও চাহিদার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

Advertisement
পরপর চার রবিবারে বাড়তি মেট্রো পরিষেবা, স্বস্তি যাত্রীদেরকলকাতা মেট্রো।-ফাইল ছবি

Kolkata Metro Service Update: নতুন বছরের শুরুতেই মেট্রো যাত্রীদের জন্য সুখবর। জানুয়ারি মাসের টানা চারটি রবিবার ৪, ১১, ১৮ ও ২৫ জানুয়ারি কলকাতা মেট্রোর ব্লু লাইন ও গ্রিন লাইনে বাড়তি পরিষেবা চালু করা হচ্ছে। যাত্রীদের ভিড় ও চাহিদার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

ব্লু লাইনে বাড়তি ট্রেন
এই চারটি রবিবার ব্লু লাইনে মোট ১৬০টি পরিষেবা (৮০ আপ + ৮০ ডাউন) চালানো হবে। সাধারণত রবিবারে যেখানে ১৩০টি ট্রেন চলে, সেখানে এবার উল্লেখযোগ্য ভাবে পরিষেবা বাড়ানো হচ্ছে।

প্রথম মেট্রো
দক্ষিণেশ্বর:-শহিদ ক্ষুদিরাম: সকাল ৯টা
শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর: সকাল ৯টা
নোয়াপাড়া-শহিদ ক্ষুদিরাম: সকাল ৯টা
(সময় অপরিবর্তিত)

শেষ মেট্রো
দক্ষিণেশ্বর:-শহিদ ক্ষুদিরাম: রাত ৯টা ৩৩
শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর: রাত ৯টা ৩৩
শহিদ ক্ষুদিরাম-দমদম: রাত ৯টা ৪৪

এছাড়া বিকেল ৩টা ২০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ২০ মিনিট পর্যন্ত ব্লু লাইনে ১০ মিনিটের বদলে প্রতি ৮ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে।

গ্রিন লাইনে পরিষেবা বাড়ছে
গ্রিন লাইনে এই চার রবিবার ১২৪টি পরিষেবা (৬২ আপ + ৬২ ডাউন) চালানো হবে। সাধারণ দিনে যেখানে ১০৮টি ট্রেন চলে, সেখানে এবার বাড়ছে ট্রেন সংখ্যা।

প্রথম মেট্রো
সল্টলেক সেক্টর ফাইভ-হাওড়া ময়দান: সকাল ৯টা ২ মিনিট
হাওড়া ময়দান-সল্টলেক সেক্টর ফাইভ: সকাল ৯টা
সিটি সেন্টার-হাওড়া ময়দান: সকাল ৯টা

শেষ মেট্রো
সল্টলেক সেক্টর ফাইভ-হাওড়া ময়দান: রাত ৯টা ৫৫
হাওড়া ময়দান-সল্টলেক সেক্টর ফাইভ: রাত ৯টা ৫৫
হাওড়া ময়দান-সেন্ট্রাল পার্ক: রাত ১০টা ৫ মিনিট

গ্রিন লাইনে বিকেল ৪টা ২ মিনিট থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত ১৫ মিনিটের বদলে প্রতি ১০ মিনিট অন্তর মেট্রো পরিষেবা মিলবে।

অন্যান্য লাইনের অবস্থা
ইয়েলো লাইনে এই রবিবারগুলিতে স্বাভাবিক পরিষেবা চালু থাকবে। তবে অরেঞ্জ লাইন ও পার্পল লাইনে আগের মতোই কোনও মেট্রো চলবে না। মেট্রোর এই সিদ্ধান্তে সপ্তাহান্তে যাতায়াত করা অফিসযাত্রী, পর্যটক ও সাধারণ মানুষের যথেষ্ট সুবিধা হবে বলে মনে করছে যাত্রী মহল।

Advertisement

 

POST A COMMENT
Advertisement