লক্ষ্মীপুজোর দিনে কলকাতাবাসীর জন্য বড় খবর! আগামী সোমবার, অর্থাৎ ৬ অক্টোবর, কিছুটা পরিবর্তিত সূচিতে চলবে কলকাতা মেট্রো। মূলত ব্লু লাইনে (দক্ষিণেশ্বর–শহীদ ক্ষুদিরাম রুট) স্বাভাবিকের তুলনায় কিছু কম ট্রেন চালানো হবে, তবে অন্যান্য সব লাইনে থাকবে নিয়মিত পরিষেবা।
মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, লক্ষ্মীপুজোর দিনে মোট ২৩৬টি মেট্রো ট্রেন চলবে ব্লু লাইনে-১১৮টি আপ এবং ১১৮টি ডাউন। সাধারণ দিনে যেখানে মোট ২৭২টি মেট্রো চলে, সেখানে সোমবার চলবে কিছু কম সংখ্যক ট্রেন।
প্রথম সার্ভিসের সময়সূচি (পরিবর্তন নেই):
সকাল ০৬:৫০ – নোয়াপাড়া থেকে শহীদ ক্ষুদিরাম
সকাল ০৬:৫৪ – শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর
সকাল ০৬:৫৫ – দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম
সকাল ০৬:৫৫ – মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর
শেষ সার্ভিসের সময়সূচি (পরিবর্তন নেই):
সন্ধে ২১:২৮ – দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম
সন্ধে ২১:৩৩ – শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর
সন্ধে ২১:৪৩ – শহীদ ক্ষুদিরাম থেকে দমদম
অন্যদিকে, গ্রিন, ইয়েলো, পার্পল ও অরেঞ্জ লাইনে লক্ষ্মীপুজোর দিন স্বাভাবিক পরিষেবা বজায় থাকবে। এর আগে, ৫ অক্টোবর (রবিবার) দুর্গাপুজোর কার্নিভাল উপলক্ষে বিশেষ মেট্রো পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। ওইদিন ব্লু লাইন ও গ্রিন লাইনে অতিরিক্ত ট্রেন চলবে। উভয় লাইনে ৬টি অতিরিক্ত ট্রেন (৩টি আপ ও ৩টি ডাউন) ২০ মিনিট অন্তর চালানো হবে যাত্রীদের সুবিধার্থে। কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, উৎসবের ভিড় সামাল দিতে এবং যাত্রীদের আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।