JOKA ESPLANADE METRO: মেট্রোর কাজের জের, বন্ধ হচ্ছে পুলিশ-সহ ময়দানের ৫ তাবড় ক্লাব

মেট্রোর কাজ হবে, তাই ময়দানের ৫টি বড় ক্লাব বন্ধ করে দেওয়া হচ্ছে। এখন জোকা-এসপ্ল্যানেড মেট্রোর কাজ চলছে জোরকদমে। মেট্রোর তরফ থেকে জানানো হয়েছে, এবছরের মধ্যেই স্টেশনটি চালু করার কথা কর্তৃপক্ষের। এই করিডোরের পার্ক স্ট্রিট এবং এসপ্ল্যানেড স্টেশনগুলির নির্মাণ কাজও শুরু হবে বলে মেট্রো কর্তৃপক্ষের দাবি। তাঁদের আরও দাবি, এই দুটি স্টেশন এই করিডোরের সবচেয়ে গুরুত্বপূর্ণ।

Advertisement
মেট্রোর কাজের জের, বন্ধ হচ্ছে পুলিশ-সহ ময়দানের ৫ তাবড় ক্লাব ফাইল ছবি।
হাইলাইটস
  • মেট্রোর কাজ হবে, তাই ময়দানের ৫টি বড় ক্লাব বন্ধ করে দেওয়া হচ্ছে।
  • এখন জোকা-এসপ্ল্যানেড মেট্রোর কাজ চলছে জোরকদমে।
  • মেট্রোর তরফ থেকে জানানো হয়েছে, এবছরের মধ্যেই স্টেশনটি চালু করার কথা কর্তৃপক্ষের।

মেট্রোর কাজ হবে, তাই ময়দানের ৫টি বড় ক্লাব বন্ধ করে দেওয়া হচ্ছে। এখন জোকা-এসপ্ল্যানেড মেট্রোর কাজ চলছে জোরকদমে। মেট্রোর তরফ থেকে জানানো হয়েছে, এবছরের মধ্যেই স্টেশনটি চালু করার কথা কর্তৃপক্ষের। এই করিডোরের পার্ক স্ট্রিট এবং এসপ্ল্যানেড স্টেশনগুলির নির্মাণ কাজও শুরু হবে বলে মেট্রো কর্তৃপক্ষের দাবি। তাঁদের আরও দাবি, এই দুটি স্টেশন এই করিডোরের সবচেয়ে গুরুত্বপূর্ণ।

স্টেশনের জন্য জমি চেয়ে ১৭ জুলাই পশ্চিমবঙ্গ পরিবহন কর্পোরেশনের ময়দান তাঁবুর সম্মেলন কক্ষে একটি যৌথ সভা আহ্বান করা হয়েছিল যেখানে রাজ্যের পরিবহণ সচিব ড. সৌমিত্র মোহন সভাপতিত্ব করেন। তিনি রেল বিকাশ নিগম লিমিটেড (RVNL) কে এই এলাকায় প্রকল্পের কাজ চালানোর জন্য ময়দান এলাকার পাঁচটি ক্লাবকে অস্থায়ীভাবে বন্ধ/স্থানান্তর করার সিদ্ধান্তের কথা জানান। ক্লাবগুলি হল, কলকাতা পুলিশ ক্লাব, ক্যালকাটা কেনেল ক্লাব, রাজস্থান ক্লাব, কালীঘাট ক্লাব (স্পোর্টস গ্রাউন্ড), খিদিরপুর স্পোর্টিং ক্লাব।

মেট্রো কর্তৃপক্ষের দাবি, তাঁদের সঙ্গে সহযোগিতা করতে সম্মত হয়েছে ক্লাবগুলিও৷ কলকাতা মাউন্টেড পুলিশ প্যাডক এবং রাইডিং স্কুল স্থায়ীভাবে স্থানান্তরিত হবে কারণ আগামী এসপ্ল্যানেড স্টেশনের ওভার গ্রাউন্ড স্ট্রাকচারের কিছু অংশ সেখানেই তৈরি হবে। সভায় উপস্থিত সমস্ত ক্লাব প্রতিনিধিরা তাদের ক্লাবগুলি বন্ধ/স্থানান্তর করতে সম্মত হন। কলকাতা পুলিশ স্থায়ীভাবে কলকাতা পুলিশ ক্লাব এবং কলকাতা মাউন্টেড পুলিশ প্যাডক এবং রাইডিং স্কুলকে তাদের বর্তমান অবস্থান থেকে স্থানান্তর করার জন্য একটি জায়গা চিহ্নিত করেছে। মেট্রো ক্লাবগুলিকে সহযোগিতা করবে বলে জানিয়েছে। এবং দ্রুত ফাঁকা করতে বলেছে। একমাসের মধ্যেই কাজ শুরু হবে।

বৈঠকটিতে ছিলেন, আরভিএনএলএর চিফ প্রজেক্ট ম্যানেজার হরসিমরান সিং ও অন্যান্য আধিকারিকরা, ছিলেন প্রতিরক্ষা মন্ত্রকের আধিকারিক, কলকাতা পুরসভার আধিকারিক, কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের যুগ্ম কমিশনার, কলকাতার যুগ্ম পুলিশ কমিশনার (লালবাজার) প্রমুখ।

 

POST A COMMENT
Advertisement