
মেট্রো যাত্রীদের জন্য ভাল খবর শোনাল কর্তৃপক্ষ। সোমবার অর্থাৎ ১১ অগাস্ট থেকে ৩ রুটে এগিয়ে আসছে প্রথম মেট্রোর সময়। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটে এবার থেকে প্রথম মেট্রো মিলবে ৭টার বদলে সাড়ে ৬টায়। পাশাপাশি শিয়ালদা থেকে সেক্টর-ফাইভ পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোর গ্রিন লাইন ওয়ানে ২০ মিনিট এগিয়ে আসবে প্রথম মেট্রোর সময়। প্রথম মেট্রোর সময় অনেকটাই এগিয়ে এল জোকা-মাঝেরহাট মেট্রো রুটে। শুধু তাই নয়, বাড়ছে এই দুই রুটে মেট্রোর সংখ্যাও।
হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড
এই রুটে ৪টি পরিষেবা বাড়িয়ে ১৩৪টি করা হয়েছে। শনিবার পর্যন্ত হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটে আপ-ডাউন প্রথম মেট্রো পাওয়া যেত সকাল ৭টায়। এ বার থেকে তা সাড়ে ৬টায় পাওয়া যাবে। রবিবারের ক্ষেত্রে অবশ্য পরিষেবায় কোনও পরিবর্তন আনা হচ্ছে না।
শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর-ফাইভ
বর্তমানে শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর-ফাইভ অর্থাৎ ইস্ট ওয়েস্টনের গ্রিন লাইন ওয়ানে আপ ডাউন মিলিয়ে প্রতিদিন ১০৬টি পরিষেবা মেলে। সোম থেকে শনি এই রুটে চলে মেট্রো। তা বাড়িয়ে ১০৮টি করা হল। শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর-ফাইভ যাওয়ার প্রথম মেট্রো সকাল ৬টা ৫৫ মিনিটের পরিবর্তে ৬টা ৩৫ মিনিটে পাওয়া যাবে। পাশাপাশি সল্টলেক সেক্টর-ফাইভ থেকে শিয়ালদা যাওয়ার প্রথম মেট্রো মিলবে সকাল ৬টা ৪০ মিনিটে। যা আগে পাওয়া যেত ৭টায়। শেষ মেট্রো ছাড়ার সময়ে কোনও পরিবর্তন করা হয়নি। আগামী সোমবার থেকে পরিবর্তিত সূচিতে চলবে এই রুটের মেট্রো।
জোকা-মাঝেরহাট রুট
জোকা-মাঝেরহাট রুটেও সোমবার থেকে ৭২টির পরিবর্তে ৮০টি পরিষেবা মিলবে। জোকা থেকে মাঝেরহাট যাওয়ার প্রথম মেট্রো সকাল ৮টার পরিবর্তে সকাল ৬টা ৫০ মিনিটে পাওয়া যাবে এবং মাঝেরহাট থেকে জোকা যাওযার প্রথম মেট্রো সকাল ৭টা ৫৭ মিনিটের পরিবর্তে ৭টা ১৪ মিনিটে পাওয়া যাবে। জোকা থেকে মাঝেরহাট যাওয়ার শেষ মেট্রে আগে পাওয়া যেত রাত ৮টা ১৫ মিনিটে। এ বার তা মিলবে ৮টা ৩৬ মিনিটে। অন্যদিকে, মাঝেরহাট থেকে জোকা যাওয়ার শেষ মেট্রো রাত ৮টা ১৫ মিনিটের পরিবর্তে ৮টা ৫৭ মিনিটে পাওয়া যাবে। তবে আগের মতোই শনি এবং রবিবার কোনও পরিষেবা পাওয়া যাবে না।