কলকাতা মেট্রো স্টেশন।-ফাইল ছবিকলকাতার যাত্রীদের জন্য আসছে বড় সুখবর। আগামী সপ্তাহ থেকে নোয়াপাড়া–জয়হিন্দ বিমানবন্দর রুটে আরও বেশি সংখ্যক মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। যাত্রী চাহিদা এবং বিমানবন্দরের সঙ্গে শহরের যোগাযোগ আরও সহজ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শুক্রবার জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে নতুন সময়সূচিও।
গত আগস্টে এই ইয়েলো লাইন রুটটি চালু হওয়ার পর থেকেই যাত্রী সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে। দমদম বিমানবন্দরে দ্রুত ও ঝামেলাহীনভাবে পৌঁছনোর সুবিধার কারণে বহু মানুষ এখন মেট্রোই বেছে নিচ্ছেন। যাত্রীদের এই প্রতিক্রিয়া বিবেচনা করে ৩ নভেম্বর, সোমবার থেকে পরিষেবা বাড়ানো হচ্ছে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
নতুন সময়সূচি অনুযায়ী:
সোমবার থেকে শুক্রবার প্রতিদিন মোট ১২০টি মেট্রো চলবে। নোয়াপাড়া থেকে বিমানবন্দরগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টা ১৮ মিনিটে (আগে ছিল ৭টা ৫৫ মিনিট)। বিমানবন্দর থেকে নোয়াপাড়া ফেরার প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৭টা ৪০ মিনিটে (আগে ছিল সকাল ৮টা)। শেষ মেট্রো নোয়াপাড়া থেকে ছাড়বে রাত ৮টা ৫৮ মিনিটে, আর বিমানবন্দর থেকে শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৯টা ১৮ মিনিটে। শনিবার পরিষেবা দ্বিগুণেরও বেশি বাড়ছে-এতদিন যেখানে ৪৪টি মেট্রো চলত, এখন তা হবে ৯২টি। পরিষেবা শুরু হবে সকাল ৭টা ১৮ মিনিট থেকে এবং চলবে রাত সাড়ে ৯টা পর্যন্ত।
রবিবারেও সময়সূচিতে বড় পরিবর্তন আসছে। এতদিন ৪০টি মেট্রো চললেও এবার তা বেড়ে হবে ৭৮টি। নোয়াপাড়া থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টা ১৮ মিনিটে (আগে ৮টা ৩৫ মিনিট)। বিমানবন্দর থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টা ৪০ মিনিটে (আগে ৯টা)। শেষ মেট্রো পাওয়া যাবে যথাক্রমে রাত ৮টা ৫৮ মিনিটে এবং রাত ৯টা ১৮ মিনিটে।