Kolkata Metro: সোমবার বুদ্ধপূর্ণিমায় কম মেট্রো চলবে, টাইম টেবিল জেনে রাখুন

সোমবার, বুদ্ধপূর্ণিমার দিন কবি সুভাষ-দক্ষিণেশ্বর রুটে কমবে কলকাতা মেট্রো রেলের ব্লু লাইনের মেট্রো চলাচল। কলকাতা মেট্রো কর্তৃপক্ষ শনিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ওইদিন ব্লু লাইনে সাধারণত দৈনিক ২৬২টি মেট্রো চললেও বুদ্ধপূর্ণিমায় চলবে ২৩৬টি মেট্রো (১১৮ জোড়া)।

Advertisement
 সোমবার বুদ্ধপূর্ণিমায় কম মেট্রো চলবে, টাইম টেবিল জেনে রাখুনকলকাতা মেট্রো।-ফাইল ছবি
হাইলাইটস
  • সোমবার, বুদ্ধপূর্ণিমার দিন কবি সুভাষ-দক্ষিণেশ্বর রুটে কমবে কলকাতা মেট্রো রেলের ব্লু লাইনের মেট্রো চলাচল।
  • কলকাতা মেট্রো কর্তৃপক্ষ শনিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ওইদিন ব্লু লাইনে সাধারণত দৈনিক ২৬২টি মেট্রো চললেও বুদ্ধপূর্ণিমায় চলবে ২৩৬টি মেট্রো (১১৮ জোড়া)।

সোমবার, বুদ্ধপূর্ণিমার দিন কবি সুভাষ-দক্ষিণেশ্বর রুটে কমবে কলকাতা মেট্রো রেলের ব্লু লাইনের মেট্রো চলাচল। কলকাতা মেট্রো কর্তৃপক্ষ শনিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ওইদিন ব্লু লাইনে সাধারণত দৈনিক ২৬২টি মেট্রো চললেও বুদ্ধপূর্ণিমায় চলবে ২৩৬টি মেট্রো (১১৮ জোড়া)।

যদিও ট্রেন সংখ্যা কমানো হলেও প্রান্তিক স্টেশন থেকে প্রথম এবং শেষ মেট্রো যথারীতি নির্ধারিত সময়েই চলবে। সকাল ৬টা ৫০ মিনিটে নোয়াপাড়া থেকে কবি সুভাষ ও কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে পরিষেবা শুরু হবে। অন্যদিকে, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ এবং মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলবে সকাল ৬টা ৫৫ মিনিট থেকে।

রাতেও শেষ মেট্রো পরিষেবা থাকবে স্বাভাবিক সময়ানুযায়ী। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে শেষ মেট্রো ছাড়বে রাত সাড়ে ৯টায়, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রুটে রাত ৯টা ২৮ মিনিটে এবং কবি সুভাষ থেকে দমদম রুটে রাত ৯টা ৪০ মিনিটে। এছাড়া, রাত ১০টা ৪০ মিনিটে ছাড়বে একটি বিশেষ রাত্রিকালীন মেট্রো।

বুদ্ধপূর্ণিমার দিন গ্রিন লাইন ১, গ্রিন লাইন ২, পার্পল লাইন ও অরেঞ্জ লাইনে পরিষেবা স্বাভাবিক থাকবে বলে জানানো হয়েছে।

এদিকে পার্পল লাইনের জোকা-মাঝেরহাট রুটে যাত্রী সুবিধার কথা মাথায় রেখে মেট্রোর সংখ্যা বাড়ানো হচ্ছে। ১৩ মে, মঙ্গলবার থেকে এই রুটে সারাদিনে আপ ও ডাউন মিলিয়ে মোট ৬২টি মেট্রো চলবে। বর্তমানে এই রুটে সোম থেকে শুক্র মোট ৪০টি মেট্রো চলাচল করে।

নতুন সময়সূচি অনুযায়ী মাঝেরহাট থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টা ৫৭ মিনিটে (আগে ছিল ৮টা ২৭ মিনিট)। জোকা থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮টায়। উভয় দিক থেকেই শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৮টায়। তবে, আগের মতোই শনিবার ও রবিবার এই রুটে পরিষেবা বন্ধ থাকবে।

 

POST A COMMENT
Advertisement