scorecardresearch
 

Kolkata Metro: এবার থেকে বাড়িতেই কাটা যাবে মেট্রোর টিকিট, গেট কীভাবে খুলবে?

আর ব্যস্ত সময়ে টিকির কাউন্টারে লাইন দেওয়ার কোনও দরকার নেই। এবার ঘরে বসে মিলবে মেট্রোর টিকিট৷ দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া অবধি কিউ আর কোড চালু হচ্ছে। শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোতে পরীক্ষামূলকভাবে চালু হয়ে গেল কিউ আর কোড পরিষেবা।

Advertisement
সংগৃহীত ছবি। সংগৃহীত ছবি।
হাইলাইটস
  • আর ব্যস্ত সময়ে টিকির কাউন্টারে লাইন দেওয়ার কোনও দরকার নেই।
  • এবার ঘরে বসে মিলবে মেট্রোর টিকিট৷ দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া অবধি কিউ আর কোড চালু হচ্ছে।

আর ব্যস্ত সময়ে টিকির কাউন্টারে লাইন দেওয়ার কোনও দরকার নেই। এবার ঘরে বসে মিলবে মেট্রোর টিকিট৷ দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া অবধি কিউ আর কোড চালু হচ্ছে। শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোতে পরীক্ষামূলকভাবে চালু হয়ে গেল কিউ আর কোড পরিষেবা।

মেট্রো রাইড কলকাতা অ্যাপে লিখতে হবে, কোন স্টেশন থেকে কোথায় যেতে চান।  এরপর অনলাইন পেমেন্টের মাধ্যমে মিলবে কিউ আর কোড। ঢোকার সময় মেট্রোর গেটে রিডারে কিউ আর কোড ছোঁয়ালেই খুলে যাবে দরজা।

১৯৮৪-তে কলকাতায় চালু হয় মেট্রো পরিষেবা। সেই সময় ছিল প্রিন্টেড টিকিট।  এরপর ৯৬ সাল থেকে ম্যাগনেটিক স্ট্রিপ দেওয়া টিকিট চালু হয়। ২০১১-সাল মেট্রোয় শুরু হয় টোকেন ও স্মার্ট কার্ড পরিষেবা। কোভিড কালে টোকেন পরিষেবা বন্ধ হয়৷ ফিরে আসে ম্যাগনেটিক স্ট্রিপের টিকিট। যদিও এখন স্মার্ট কার্ড আর টোকেনেই চড়ছেন যাত্রীরা। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে,কিউ আর কোড পরিষেবার পাশাপাশি, টোকেন ও স্মার্ট কার্ড পরিষেবাও চালু থাকবে।

এদিকে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহেই হতে পারে ট্রায়াল রান। ইতিমধ্যেই শেষ হয়েছে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত কাজ। বিদ্যুদয়নের কাজও সম্পূর্ণ। কিন্তু বউবাজার বিপর্যয়ের জেরে মেট্রোর টানেলে কংক্রিট বেস স্ল্যাব তৈরির কাজ শেষ না হওয়ায় আনা যাচ্ছিল না কোনও রেক। সম্প্রতি বউবাজারে সেই কাজ শেষ করেছে KMRCL। 

আরও পড়ুন-Kolkata Metro Rail: এপ্রিলেই হাওড়া ময়দান-ধর্মতলা মেট্রো? বউবাজারে শেষ মুহূর্তের তোড়জোড়

 

Advertisement