Kolkata Metro News: টানেলে জল ঢুকে বিভ্রাটের মাঝেই সুইসাইডের চেষ্টাও, আজ চূড়ান্ত দুর্ভোগের নাম মেট্রোরেল

কলকাতা মেট্রোয় সপ্তাহের প্রথম দিনেই ভোগান্তি চরমে। একদিকে লাইনে জল জমে বহুক্ষণ বন্ধ রইল ট্রেন চলাচল। কোনওমতে পরিষেবা চালু হতে না হতেই লাইনে আত্মহত্যার চেষ্টা। ফের থমকে গেল মেট্রো রেল।

Advertisement
টানেলে জল ঢুকে বিভ্রাটের মাঝেই সুইসাইডের চেষ্টাও, আজ চূড়ান্ত দুর্ভোগের নাম মেট্রোরেলসোমবার সকালে অফিস টাইমে দীর্ঘক্ষণ ব্যাহত মেট্রো পরিষেবা।

কলকাতা মেট্রোয় সপ্তাহের প্রথম দিনেই ভোগান্তি চরমে। একদিকে লাইনে জল জমে বহুক্ষণ বন্ধ রইল ট্রেন চলাচল। কোনওমতে পরিষেবা চালু হতে না হতেই লাইনে আত্মহত্যার চেষ্টা। ফের থমকে গেল মেট্রো রেল।

এদিন সকাল ৮টা থেকেই মেট্রোর গতি অত্যন্ত ধীর হয়ে যায় বলে অভিযোগ নিত্যযাত্রীদের। দমদম থেকে কবি সুভাষ কিংবা দক্ষিণেশ্বরগামী ট্রেন বার বার দাঁড়িয়ে যেতে থাকে বিভিন্ন স্টেশনে। কেউ কেউ জানিয়েছেন, দমদম থেকে ট্রেন ছাড়লেও পরের স্টেশনেই থেমে যাচ্ছে মাঝেমধ্যেই।

পরে জানা যায়, সেন্ট্রাল ও চাঁদনি চক স্টেশনের মাঝে লাইনে জল ঢুকে পড়েছে। ফলে ট্র্যাকে সমস্যা দেখা দিয়েছে। জল জমে যাওয়ার কারণে গিরিশ পার্ক থেকে ময়দানের মাঝে আপ ও ডাউন— দুই দিকেই মেট্রো পরিষেবা বন্ধ রাখতে হয়। তবে কবি সুভাষ থেকে ময়দান এবং দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত ট্রেন চললেও, তা অত্যন্ত ধীরগতিতে চলছে বলে যাত্রীদের অভিযোগ।

এই ঘটনায় গিরিশ পার্ক, ময়দান সহ একাধিক স্টেশনে ব্যাপক ভিড় জমে যায়। যাত্রীরা বাধ্য হয়ে বিকল্প পরিবহনের দিকে ঝোঁকেন। কিন্তু রাস্তাতেও যেন একই ছবি। কলকাতার বহু রাস্তাতেই রাত ও সকালবেলার বৃষ্টির জেরে জল জমে যায়। যার জেরে বাস, ট্যাক্সির গতি ধীর হয়ে পড়ে।

দ্রুত লাইন থেকে জল বের করার কাজে নামেন ইঞ্জিনিয়ার-কর্মীরা। পরিস্থিতি কিছুটা ঠিকই হয়ে আসছিল। তারই মধ্যে ঘটে যায় অঘটন।

বেলগাছিয়া স্টেশনে এক যাত্রীর আত্মহত্যার চেষ্টা করেন। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যে ব্লু লাইন রয়েছে, তার একটি বড় অংশেই পরিষেবা বন্ধ হয়ে যায়। কলকাতা মেট্রো রেলের বিবৃতিতে এমনটাই জানানো হয়।

সব মিলিয়ে অফিস টাইমে একদিকে যেমন জল জমে মেট্রো বন্ধ, অন্যদিকে আত্মহত্যার চেষ্টা— দুইয়ে মিলে চূড়ান্ত দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। 

POST A COMMENT
Advertisement