scorecardresearch
 

Kolkata Metro: মেট্রো সফরেও এবার খবর-সিনেমা-গান, কামরায় বসছে LED স্ক্রিন

এতদিন শুরু মেট্রো স্টেশনগুলিতেই (Kolkata Metro)  ব্রেকিং নিউজ, গান দেখা যেত। ট্রেনে উঠলে মোবাইল স্ক্রল করা ছাড়া কোনও উপায় ছিল না। কিন্তু মেট্রোয় উঠলে নেটওয়ার্ক ঠিকঠাক কাজ করে না। ফলে টানা পথ বসে থাকা ছাড়া কোনও উপায় থাকেনা। এবার  সেই সমস্যা সমাধান করতে উদ্যোগী হল কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। এবার মেট্রো রেলের মধ্যেই আপনি দেখতে পাবেন সিনেমা-খবর-গান ইত্যাদি!

Advertisement
কলকাতা মেট্রো। কলকাতা মেট্রো।
হাইলাইটস
  • এতদিন শুরু মেট্রো স্টেশনগুলিতেই (Kolkata Metro)  ব্রেকিং নিউজ, গান দেখা যেত।
  • ট্রেনে উঠলে মোবাইল স্ক্রল করা ছাড়া কোনও উপায় ছিল না।

এতদিন শুরু মেট্রো স্টেশনগুলিতেই (Kolkata Metro)  ব্রেকিং নিউজ, গান দেখা যেত। ট্রেনে উঠলে মোবাইল স্ক্রল করা ছাড়া কোনও উপায় ছিল না। কিন্তু মেট্রোয় উঠলে নেটওয়ার্ক ঠিকঠাক কাজ করে না। ফলে টানা পথ বসে থাকা ছাড়া কোনও উপায় থাকেনা। এবার  সেই সমস্যা সমাধান করতে উদ্যোগী হল কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। এবার মেট্রো রেলের মধ্যেই আপনি দেখতে পাবেন সিনেমা-খবর-গান ইত্যাদি!

কলকাতা মেট্রোর রেকে এবার বসতে চলেছে বড় এলইডি স্ক্রিন। তাতেই দেখা যাবে আপনার পছন্দের সিনেমা। কখনও আবার সেখানে কোনও গানের ভিডিও দেখতে পারেন কিংবা খবরের চ্যানেল। মেট্রো যাত্রাকে আরও আকর্ষনীয় করে তুলতে নয়া পদক্ষেপ নিতে চলেছে মেট্রো রেল।

আজ, শুক্রবার রেলভবনে এই সংক্রান্ত একটি চুক্তিতে সই করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। এক বছরের জন্য এই চুক্তি করলেন তাঁরা। যাত্রীদের যাত্রাপথে খানিক বিনোদনের জন্যই এই ব্যবস্থা করছে মেট্রো রেল কর্তৃপক্ষ। কয়েকদিনের মধ্যেই এই সুবিধা যাত্রীদের দেওয়া হবে বলে জানিয়েছেন তাঁরা। 

আরও পড়ুন: Bangladesh Metro Rail: মেট্রোরেলে চড়তে হুড়োহুড়ি ঢাকায়, প্রথম দিনই বিরাট লাইন

এর আগে মেট্রোর মধ্যে অ্যাড্রেস সিস্টেম থেকে কেবল জরুরি ঘোষণা এবং মেট্রোর স্টেশন বা পরবর্তী স্টেশনের নাম শোনানো হতো। এবার এই সমস্ত পরিষেবার সঙ্গেই যাত্রীদের গান শোনানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। মেট্রো আধিকারিকরা জানিয়েছেন, ইতিমধ্যেই এর জন্য একটি সংস্থার সঙ্গে দু’ বছরের চুক্তি হয়েছে। নন ফেয়ার রেভিনিউয়ের ক্ষেত্রে এটিও অন্যতম পদক্ষেপ বলে মনে করছেন মেট্রো আধিকারিকরা। এর আগে পূর্ব রেলের পক্ষ থেকে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়, যদিও সেটা বর্তমানে অধিকাংশ লোকাল ট্রেনেই আর শুনতে পাওয়া যায় না।

আরও পড়ুন: ২০২৩ সালেই ইস্টওয়েস্ট মেট্রো, গঙ্গার তলায় কতক্ষণ চলবে? রেল বলছে, 'চোখের পলকেই'

Advertisement

মেট্রো রেল সূত্রে খবর, সবরকম গানই বাজানো হবে মেট্রোর ভিতর। বিভিন্ন সময়ের মুড অনুযায়ী বাজবে গান। ওল্ড ক্লাসিক থেকে বাংলার চিরকালীন সেরা গান থাকবে সবই। কিন্তু কেন এরকম পরিকল্পনা নিল মেট্রো রেল? সূত্রের খবর, একটা বড় বিপর্যয়কে সামাল দিয়ে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতে চাইছে জনজীবন। দীর্ঘদিনের ঘরবন্দি হয়ে থাকা মানুষগুলো আসতে আসতে আবার আগের মতো হওয়ার চেষ্টা করছে। 

মেট্রো সূত্রে খবর, প্রতিটি কোচে ২ ইঞ্চির দু’টি এলইডি স্ক্রিন বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতদিন মেট্রো স্টেশনে টিভি থাকত, এবার ট্রেনের মধ্যেও থাকবে বিনোদনের ব্যবস্থা।

আরও পড়ুন-চায়ের দোকানে গান-মেয়েদের হাতে সিগারেট কেন? দমদমে নীতি পুলিশদের তাণ্ডব-ভাঙচুর

Advertisement