রবিবার রাজ্য পুলিশের নিয়োগ পরীক্ষার কারণে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থার ঘোষণা করেছে। পরীক্ষার্থীদের সুবিধার্থে ব্লু ও গ্রিন দুই লাইনেই অতিরিক্ত ট্রেন চলানো হবে।
ব্লু লাইন (দক্ষিণেশ্বর–শহিদ ক্ষুদিরাম) সাধারণত সকাল ৯টা থেকে শুরু হলেও পরীক্ষার দিন প্রথম ট্রেন নোয়াপাড়া থেকে সকাল ৭টায় ছাড়বে। শহিদ ক্ষুদিরাম থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টা ৪ মিনিটে, আর দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টা ২০ মিনিটে। ব্লু লাইনে সাধারণত ১৩০টি মেট্রো চললেও এই বিশেষ দিনে ৮টি অতিরিক্ত ট্রেন চলবে।
অন্যদিকে, গ্রিন লাইন (হাওড়া ময়দান–সল্টলেক সেক্টর ফাইভ) সকাল ৯টার পরিবর্তে সকাল ৭টা থেকে পরিষেবা শুরু করবে। হাওড়া ময়দান থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায় এবং সল্টলেক সেক্টর ফাইভ থেকে সকাল ৭টা ২ মিনিটে। সাধারণত এখানে ১০৪টি মেট্রো চললেও পরীক্ষার দিন চলবে ১১২টি।
কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষার্থী ও সাধারণ যাত্রীদের সুবিধার্থে ট্রেনগুলো স্বাভাবিক সময়ের চেয়ে কম ব্যবধানে চলানো হবে। এই বিশেষ ব্যবস্থা পরীক্ষার দিন যাত্রীদের জন্য স্বস্তির সঙ্গে মেট্রো যাত্রা নিশ্চিত করবে।